Saturday, August 16, 2025
32.3 C
Dhaka

দক্ষিণ এশিয়ায় রক্তাল্পতার উচ্চঝুঁকিতে আরও ১ কোটি ৮০ লাখ নারী ও কিশোরী

দক্ষিণ এশিয়ায় নারীদের অন্যতম স্থায়ী স্বাস্থ্য সমস্যা হিসেবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া আবারও উদ্বেগের কেন্দ্রে এসেছে। বর্তমানে এ অঞ্চলে ২৫ কোটি ৯০ লাখের বেশি নারী ও কিশোরী রক্তাল্পতায় ভুগছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা আরও ১ কোটি ৮০ লাখ বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রক্তাল্পতা একটি প্রতিরোধযোগ্য এবং চিকিৎসাযোগ্য স্বাস্থ্য সমস্যা হলেও অপুষ্টি, আয়রনের ঘাটতি, সংক্রমণ, দীর্ঘস্থায়ী রোগ এবং গর্ভাবস্থা-সম্পর্কিত জটিলতা এর প্রধান কারণ। এটি শুধু একজন নারীর স্বাস্থ্য নয়, একটি জাতির সামাজিক ও অর্থনৈতিক ভবিষ্যতের সঙ্গেও জড়িত।

বিশ্বে কম ওজন নিয়ে জন্মানো শিশুদের প্রায় ৪০ শতাংশই দক্ষিণ এশিয়ার। রক্তাল্পতা শিশুদের শরীরে অক্সিজেন সরবরাহের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে তাদের মানসিক বিকাশ, শেখার দক্ষতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।

এই সংকটকে গুরুত্ব দিয়ে দক্ষিণ এশিয়ার সাতটি দেশের সরকার প্রথমবারের মতো একসঙ্গে রক্তাল্পতা প্রতিরোধে উদ্যোগ নিয়েছে। গত ৯-১১ জুলাই শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয় ‘পুষ্টিকর দক্ষিণ এশিয়া’ শীর্ষক সম্মেলন, যেখানে ইউনিসেফ, ডব্লিউএইচও এবং সার্কের উদ্যোগে ১০০ জনেরও বেশি নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়নকর্মী অংশ নেন। সম্মেলনে আঞ্চলিক কাঠামো ও দেশভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি হয়, যা এই উপেক্ষিত সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সম্মেলনে দক্ষিণ এশিয়া অ্যানিমিয়া একাডেমিক অ্যালায়েন্স চালুর ঘোষণাও দেওয়া হয়।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া বলেন, “শ্রীলঙ্কায় এখনো রক্তাল্পতা একটি জনস্বাস্থ্য সংকট। আমরা উচ্চহারের জেলাগুলোতে পুষ্টি কর্মসূচি জোরদার করেছি এবং ইউনিসেফসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি।”

সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার বলেন, “দক্ষিণ এশিয়ার তরুণী ও মায়েরা কেবল ভবিষ্যতের জনশক্তি নয়, তারা এখনকার অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের সুস্থতা কেবল নৈতিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যতের বিনিয়োগ।”

ইউনিসেফের দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা বলেন, “যখন দক্ষিণ এশিয়ার অর্ধেক নারী ও কিশোরী রক্তাল্পতায় ভোগেন, তখন এটি প্রমাণ করে যে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের ব্যর্থ করছে। সরকারগুলোর এখন উচিত নেতৃত্ব গ্রহণ করে বিদ্যমান সমাধানগুলো দ্রুত বিস্তৃত করা।”

বিশেষজ্ঞরা মনে করেন, স্বাস্থ্যসেবা অবকাঠামোর দুর্বলতা, সীমিত কর্মসূচি, ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে না পারা—এসবই এই সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই জাতীয়...

মোগল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্স ধসে নিহত ৫

ভারতের দিল্লির পূর্ব নিজামুদ্দিন এলাকায় অবস্থিত ঐতিহাসিক হুমায়ুনের সমাধিক্ষেত্রের...

অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান...

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ থেকে ১০টি জেলা এবং...

আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬...

তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর, খোলা সব জলকপাট

ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর...

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের খলসি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার...

রাঙামাটিতে ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ভূমিধসের ঝুঁকিতে ৬ পরিবার

রাঙামাটির রাজবাড়ী এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img