শহর হোক বা গ্রাম, আধুনিক জীবনে ফ্রিজ এখন ঘরের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র। খাবার দীর্ঘদিন ভালো রাখতে এবং বারবার বাজার করার ঝামেলা কমাতে ফ্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে ঠিকমতো যত্ন না নিলে ফ্রিজে জমে উঠতে পারে দুর্গন্ধ, যা রান্না করা খাবারের স্বাদ ও গন্ধ নষ্ট করে দিতে পারে। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ কিংবা অবাঞ্ছিত আবর্জনা থেকেই সাধারণত এই দুর্গন্ধ তৈরি হয়।
ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ঘরোয়া কিছু সহজ উপায় রয়েছে, যা অল্প খরচে কার্যকর সমাধান দিতে পারে।
লেবু ব্যবহারে ফ্রিজে সতেজ সুবাস বজায় থাকে। পাতি লেবু কেটে কয়েক টুকরো ফ্রিজের ভেতরে ছড়িয়ে রাখা বা লেবুর খোসা একটি বাটিতে রেখে দিলে দুর্গন্ধ কমে আসে এবং ভেতরের পরিবেশ সতেজ থাকে।
বেকিং সোডা দুর্গন্ধ শোষণে বেশ কার্যকর। একটি বাটিতে বেকিং সোডা মিশ্রিত পানি ফ্রিজে রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই বাজে গন্ধ শুষে নেয়। অধিকাংশ বাড়িতেই এই উপাদান সহজলভ্য।
কফির গুঁড়াও দুর্গন্ধ দূর করতে কাজে আসে। একটি ছোট পাত্রে সামান্য কফি রেখে দিলে ফ্রিজের ভেতরের বাজে গন্ধ দ্রুত কমে যায়।
ভিনেগারও দুর্গন্ধ শোষণের জন্য পরিচিত উপাদান। একটি বাটিতে অল্প ভিনেগার নিয়ে ফ্রিজের মাঝের তাকে রেখে কয়েক ঘণ্টা অপেক্ষা করলে দুর্গন্ধ অনেকটাই দূর হয়ে যায়।
এই সহজলভ্য উপাদানগুলো ব্যবহার করে নিয়মিত পরিষ্কার রাখলে ফ্রিজ দীর্ঘদিন দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যকর রাখা সম্ভব।
সিএ/এমআর


