শীতে অনেকেই ঠোঁটের যত্নে পেট্রোলিয়াম জেলি বা ভ্যাসলিন ব্যবহার করেন। তবে এগুলো ব্যবহারের পরও অনেকের ঠোঁটের কোমল ভাব ফিরে আসে না। এমন পরিস্থিতিতে লিপ অয়েল ব্যবহার করা যেতে পারে। কিন্তু বাজারের লিপ অয়েলের দাম অনেকের কাছে বেশি হওয়ায় ঘরে থাকা নারকেল তেল দিয়ে ঠোঁটের যত্ন নেওয়া একটি কার্যকর ও সহজ উপায়। ভালো ফল পেতে নারকেল তেলের সঙ্গে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
ভিটামিন ই ও নারকেল তেল
শীতকালে নারকেল তেল দিয়ে ঠোঁট মালিশ করলে ঠোঁট নরম থাকে। রাতে ঘুমানোর আগে ভিটামিন ই অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ঠোঁটে লাগালে উপকার পাওয়া যায়। এছাড়া, ভিটামিন ই ক্যাপসুল খুলে তেলের সঙ্গে মিশিয়ে মাখলেও ঠোঁটের শুষ্কতা কমে এবং কোমলতা বৃদ্ধি পায়।
নারকেল তেল ও অ্যালোভেরা জেল
১ চামচ অ্যালোভেরা জেল ও ২ চামচ নারকেল তেল মিশিয়ে কয়েক ঘন্টা ফ্রিজে রাখলে একটি ন্যাচারাল লিপবাম তৈরি হয়। এটি ব্যবহার করলে ঠোঁট ফাটার সমস্যা কমে এবং কালচে ভাব দূর হয়।
শিয়া বাটার ও নারকেল তেল
ঠোঁটসহ আশেপাশের চামড়ার যত্ন নিতে শিয়া বাটার ও নারকেল তেল কার্যকর। এক চামচ শিয়া বাটারের সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে অল্প আঁচে গরম করে মিশ্রণটি গলিয়ে নিতে হবে। এরপর এটি ঠোঁটে লাগালে দ্রুত শুষ্ক ঠোঁট নরম হয়ে যায়।
সিএ/এমআর


