Home আন্তর্জাতিক যুদ্ধে নিহত ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষ

যুদ্ধে নিহত ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষ

0
তেহরানের ইসলামিক বিপ্লব স্কয়ারে শোকাহত মানুষের ঢল। ছবি: আল জাজিরা।

১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৬০ জন ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে রয়েছেন বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (২৮ জুন) সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় লাখো মানুষ অংশ নেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

লাইভ টেলিকাস্টে দেখা যায়, শোকপালনকারীরা কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছে এবং নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করছে।

সমাধি প্রক্রিয়া শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তেহরানের কেন্দ্রে ইরানের পতাকায় ঢাকা কফিনগুলো স্থাপন করা হয়, যেগুলোর গায়ে নিহতদের ইউনিফর্ম পরা প্রতিকৃতি দেখা যায়।

গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও ইরান দু’পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন হামলাকে তুচ্ছ করে বলেন, ‘ট্রাম্প অযথা ঘটনাগুলো বাড়িয়ে বলেছেন’।

তিনি মার্কিন দাবি খারিজ করে দেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে।

নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৪ শিশুও রয়েছেন। জানাজায় তাদের কফিনগুলো তেহরানের ‘আজাদি স্ট্রিট’ দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ভিড়ে থাকা মানুষ ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিতে থাকে।

যুদ্ধবিরতির পর এটাই প্রথমবারের মতো শীর্ষ কমান্ডারদের জন্য প্রকাশ্যে জানাজা অনুষ্ঠিত হলো। ইরানি রাষ্ট্রীয় টিভি জানায়, জানাজার সময় সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল যাতে কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

/এআই

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version