Home বাংলাদেশ গোলাপজল দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

গোলাপজল দিয়ে গোসল করে আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা

0

মুন্সীগঞ্জের সদর উপজেলায় গোলাপজল দিয়ে গোসল করে স্বেচ্ছায় আওয়ামী লীগের রাজনীতি ছেড়েছেন আলী হোসেন মৃধা (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতা।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে নিজ বাড়ির উঠানে গ্রামবাসীর উপস্থিতিতে গোলাপজলে গোসল করে আর আওয়ামী লীগ না করার শপথ নেন তিনি।

আলী হোসেন মৃধা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। একইসাথে তিনি ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। এছাড়া তিনি ডেকোরেটর ব্যবসা করে আসছেন অনেকদিন ধরে। তিনি একই গ্রামের প্রয়াত আব্দুল খালেক মৃধার ছেলে।

আজ দুপুর ১ টার দিকে গোসল সেরে হোসেন মৃধা সাংবাদিকদের জানান, তিনি মূলত একজন ডেকোরেটর ব্যবসায়ী। ২০১৬ সালে তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন। সে সময় তিনি বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্যও নির্বাচিত হন একবার।

আলী হোসেন মৃধা বলেন, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর আমার বোধদয় হয়েছে। অনেকে পালিয়ে গেলেও আমি গ্রামে থেকে গেছি। আমি কোনও অনিয়ম ও বিতর্কের সঙ্গে জড়িত ছিলাম না। আমি আর আওয়ামী লীগের রাজনীতি করবো না। এ সময় তিনি ব্যবসা নিয়ে থাকতে চান বলেও উল্লেখ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version