Home আন্তর্জাতিক ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের আরেকটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

0
ফাইল ছবি।

ইগ বাহিনীর অভিযানে আলেকজান্দ্রো-কালিনোভো নিয়ন্ত্রণে, ইউক্রেনের পাল্টা ড্রোন হামলা

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের আলেকজান্দ্রো-কালিনোভো গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইগ (দক্ষিণ) বাহিনীর অভিযানে গ্রামটি এখন তাদের নিয়ন্ত্রণে। খবর দিয়েছে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু

বিবৃতিতে আরও জানানো হয়, ইউক্রেন পাল্টা প্রতিক্রিয়ায় ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ৩৩৮টি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে এবং হামলাগুলো রাতভর আটকে রাখা হয়।

রাশিয়ার এই দাবি নিয়ে এখন পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করা কঠিন বলেও জানিয়েছে আনাদোলু।

এর আগে দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে মার্ন নামের একটি গ্রাম দখলেরও দাবি করে মস্কো। রুশ মন্ত্রণালয় জানিয়েছিল, এটি ‘কার্ল মার্ক্স’ নামে পরিচিত এবং দোনেৎস্ক ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সীমানার পাশে অবস্থিত। ওই গ্রামের নিয়ন্ত্রণ নিতে গিয়ে রুশ সেনারা শত্রুদের প্রতিরক্ষা ভেদ করে গভীরে প্রবেশ করেছিল।

এছাড়া ২৬ জুন রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে রাশিয়া পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ গ্রাম দখলে নেওয়ার দাবি করেছিল, যেটি লিথিয়ামের মজুতস্থল হিসেবে বিবেচিত।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version