রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গালাগালির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী এক তরুণকে মঞ্চ থেকে জোরপূর্বক নামিয়ে দেন আয়োজকরা। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটি ঘটে শনিবার, যেখানে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত স্বেচ্ছাসেবী ও সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) একটি সভার আয়োজন করে। অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ‘সমন্বয়ক’ পরিচয়ধারী ইব্রাহিম নিরব নামের ওই তরুণ মঞ্চে বক্তব্য দিতে উঠে আয়োজকদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি অভিযোগ করেন, প্রধান অতিথি উপস্থিত থাকা অবস্থায় তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। বক্তব্যে তিনি বলেন, “আমি ১০ মিনিট ধরে দাঁড়িয়ে ছিলাম, যাতে প্রধান অতিথি থাকতেই এক মিনিট কথা বলতে পারি। কিন্তু এই খা… পো… আমাকে দিতে দিলো না।”
তার এমন অশালীন উক্তি ও উশৃঙ্খল আচরণে হলের দর্শকরা বিস্মিত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আয়োজকদের কয়েকজন এগিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেন।
স্থানীয়রা ও উপস্থিত অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আনুষ্ঠানিক সভায় অশালীন ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই আচরণ অনুষ্ঠানের পরিবেশ নষ্ট করেছে এবং আয়োজকদের প্রতি অসম্মান প্রদর্শন করেছে।
সিএ/এএ


