Sunday, December 14, 2025
18 C
Dhaka

নেই কোনো ভাবনা

আদিত্য আবরার

১.
রয়্যাল ফ্যামিলির আদুরে বাচ্চার মতো বাগানের প্রতিটা গাছ বেড়ে উঠেছিল। বড় হয়েছিলো কোনো আঁচড় কিংবা নখ দাঁতের আকর ছাড়ায়। পরিবেশের যে কোনো ক্রেডিট একেবারেই নেই ব্যাপারটা এমন নয়। বাঁশ বাগানের যে শত্রুতা সূর্যের সাথে রয়েছে সেটা পাশে থাকা মেহগনি গাছগুলো বেশ ভালোভাবে টের পায়। রাত তো প্রকৃতিই অন্ধকার করে, কিন্তু বাঁশ বাগান তাদের দিনকেও রাতে পরিণত করে। ওদের বেড়ে ওঠাতে সময়ের অশুভ কারণও হয়ে দাঁড়িয়েছিল মকবুল চাচার বিরাটকায় বাঁশের ঝাড়। খুব আয়েশ করে পাঁন চিবুতে চিবুতে নিজের বাঁশ বাগানের পরিচর্যা নিতেন তিনি। মাস পর পানি আর সার-মাটি দেয়াতে কক্ষনো কমতি হয়নি তার। আর কমতি হবেই বা কিভাবে। বাড়ীতে অসুস্থ বউ, তাকে সেবা করার জন্যই একজন লোক সর্বদা বাড়ীতে থাকে! মকবুলকে আর কে শান্তি করে একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে! অবশ্য এটা নিয়ে কোনো মাথাব্যথা নেই। বড় ছেলেকে অনেক কষ্ট করে বিদেশ পাঠিয়ে আরো মাস্তিতে আছে মকবুল। ঝাড়ের নীচে একটা বাঁশের মাচান বানিয়ে সারাদিন শুয়ে থাকা আর একটু খড়ির অভাবে পাতা খুঁটতে আসা মেয়ে কিংবা মহিলাদের খুঁচিয়ে খুঁচিয়ে উল্টাপাল্টা টাইপ কথা বের করা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। অবশ্য শুক্রবারের নামাজ মসজিদে যখন পড়তে যান তখন তার গর্বের একটা বিষয়ই থাকে এই বাঁশবাগান। “বাঁশ লাগবি, তাই তো! মজজিতের বারান্দাত একখান বাঁশ রশি দিয়া টানায়া দিলিই তো রেহাল রাখার তাক হয়া যায়” এসব বলে বলে প্রতি শুক্রবারে মসজিদের নয়া মুয়াজ্জিনকে কনফিউজড করাও একরকম অভ্যাস হয়ে গেছে। যেখানেই যাক ফিরে এসে আবার বাঁশবাগানে। মকবুলের তাকানো দেখে মাঝে মাঝে যে কোনো ভূতও হয়ত চমকে উঠবে। এইতো সেদিন এক মুচির ছেলে এসেছে খড়ি কুড়াতে, মকবুলের ‘কেরামবোর্ডের গোল গোল গুটির মতো বড়ো বড়ো চোখ দেখে ছেলেটা ভয়ে একেবারে কাঁদতে শুরু করে দিয়েছিল। অথচ মকবুল তাকিয়ে ছিল ঐ মেহগনি বাগানের দিকে। একরকম ট্যারা বললেও ভুল হবে না হয়ত! কত্ত সুন্দর ওদের বেড়ে ওঠা। কোনো আগাছার বালাই মাত্র নেই ওখানে। গাছগুলোর লম্বা হওয়া দেখছে সেই ছোট হওয়া থেকে। কোনো অযত্ন নেই। যেন এখানে কোনো অযাচিতের জন্ম নেয়া মহাপাপ। ওদের উৎপত্তি এখানে অস্থিরত্ব। রাহেলাই ওদের গুরুজন। দেখাশোনার একমাত্র মালিনী রাহেলা।
২.
বিয়ের প্রথম এনিভার্সারি। একটু উত্তেজনা থাকা স্বাভাবিক। অফিস থেকে ফেরার পথে বিশাল কেক ছুরি আর কয়েকটা মোমবাতি নিয়ে বাড়ীর প্রধান যে হাজির হবেন, এটা অনেকেই কল্পনা করেন। ভেবে আনন্দিত বোধ করেন ভেতরে ভেতরেই। অনেকে অবশ্য এটাকে তার কাজ কর্মের ভেতর দিয়ে প্রকাশও করে ফেলেন খুব নিশ্চিন্তে। যেমন “আপু তুই কেমন আছিস রে! কতদিন দেখিনা তোকে। আজ সত্যিই দেখতে মন চাচ্ছে। কিন্তু কী করব বল, এখান থেকে তো যাওয়া সম্ভব নয়”! রিমি এমনভাবে কথা গুলো বলল যেন আজ অনেকদিন পরে ওদের দ্বিতীয় দফার কথাবার্তা শুরু হয়েছে। কিন্তু বিষয়টা এমন না। প্রতিদিন নিয়ম করে ওদের দু’বোনের পঞ্চাশ থেকে ষাট মিনিট কথা হয়। তারপরেও কেন আজ এত্ত খুশি, ব্যাপারটা আনমনেই জিজ্ঞাসা করেছিলো রাহেলা। পরে অবশ্য জেনেছিলো যে তার অস্ট্রেলিয়া থাকা ছোট বোনটার আজ দ্বিতীয় বিবাহ বার্ষিকী। সব ঠিক আছে, কিন্তু নিয়ম করে পঞ্চাশ থেকে ষাট মিনিট কেন কথা বলে রিমি!
তুষার পড়া রাস্তাতে হাঁটতে যেমন একটা আনন্দঘন বিষয় থাকে, তেমনি থাকে একটা সুক্ষ্ম ভয়ের বিষয়ও। পাসপোর্ট, কিছু টাকা আর একটা মেয়েলি বিষয় থেকেই যায়, জনমানবহীন একটা সরু গলি দিয়ে প্রতিদিন রিমি বাসায় ফেরে। এটা নিয়ে রাহেলা প্রথম প্রথম অনেক কথায় বলেছিল যে, তোর কেন চাকরি করতে হবে! হাবিব তো চাকরি করছেই। আরো অনেক অনেক জিজ্ঞাসা করেছিলো রাহেলা। কিন্তু রিমির এক উত্তরে একেবারের জন্য এ প্রশ্ন থেকে নিশ্চুপ হয়ে গেছে রাহেলা। হাবিব বাংলাদেশি হলেও কৃষ্টি কালচারে এ দেশের অনেক মনোভাবই তার ভেতরে অণুপ্রবেশ করেছে। যখন তখন রিমির দু’বছরের বাচ্চা আর রিমিকে ফেলে চলে যাওয়াটা একদম স্বাভাবিক একটা ব্যাপার বলে ধারনা করে নেয় অন্যান্যদের মতো রিমিও। এজন্যই এমন দুর্গম পথ পাড়ি দিয়ে হলেও চাকরিটা যে তাকে করতেই হচ্ছে এটা সুস্পষ্টত। টাইম ফিক্সড করে কথা বলার কারণটা এতক্ষণে হয়ত আরো খোলাসা হয়েছে।
ব্লিচিং পাউডারে অনেক্ষণ হাত ভিজিয়ে রাখতে রাখতে হাতের কোণাগুলো কেমন যেন একটু বেশি নরম হয়ে গেছে। তারপরেও অনেক দ্রুত কাজগুলো সেরে নিচ্ছে রাহেলা। অতিরিক্ত দুশ্চিন্তা আর বাড়তি টেনশন যারা করে তাদের ঘুম আর আয়েশ দু’টোই উবে যায়। একটু উষ্কখুষ্ক আর বেমানান সব ত্বক নিয়ে কখনো তারা বসে থাকে না। নিজের অস্বিত্ব জানান দিতে যেমন মেঘলা আকাশ বৃষ্টি বর্ষন করে, তেমনি নিজের উদ্যমতা প্রকাশ করতে মানুষও করে পরিশ্রম। রাহেলা’র আজ প্রথম বিবাহ বার্ষিকী হলেও প্রতিটা পদক্ষেপ আজ উল্টো বলে বিবেচিত হচ্ছে। বাড়ীতে কাজের বুয়াকে ছাড়ায় সব কাজ নিজে নিজে গুছিয়ে নেয়া আর অতিরিক্ত ক্লান্তিতে কাজের গতি শ্লথ হয়ে আসা থেকেও নিজেকে বেশ সহজভাবে এড়িয়ে যাচ্ছে। কিন্তু কেন?
এগুলোর আদৌ কোনো প্রয়োজন ছিল কি না সেটা নিয়ে তো কেউ জিজ্ঞাসা করেনি!
৩.
একটু ঢিলেঢালা শেলোয়ার কামিজেও শরীরের গড়ন খুব ভালোভাবে আঁচ করে মকবুল। উঁচু হয়ে থাকা বক্ষদেশ আর মাজা ছাড়িয়ে যাওয়া লম্বা চুল দেখে অনেক কিছুই মনে মনে ভাবে। যখন নামাজে রুকু দেওয়ার মতো ঝুকে গাছগুলোর পরিচর্যা করতে উদ্বুদ্ধ হয় ও বাড়ীর মেয়েটি, মকবুল খুব অস্থির হয়ে বেঁকে বসে মর্দনহীন ফর্সা হয়ে নেমে পড়া স্তন দুটোকে দেখতে। কিন্তু উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজেকে সামাল দিতেও বেশ কষ্ট করতে হয় মকবুল কে। দাঁড়িয়ে যায় কোনো গোপন অঙ্গ, স্থির রাখতে পারে না নিজ হস্তকে। এগুলো কেন হচ্ছে নিজেকে কখনো প্রশ্ন করেনি মকবুল। বাড়ীতে থাকা বউকে তার উটকো ঝামেল মনে হয় এখন। তার একটু ভালো কথাতেই মেজাজ চড়ে যায় মকবুলের। শান্তিতে থাকার উপায় তো আরো আগেই ঘর থেকে বিদায় দেয়া হয়েছে।

বিয়ের প্রথমদিন সব মেয়েই একটা ভয়ে ভয়ে থাকে। অবশ্য মনে মনে আনন্দ অনুভব যে একেবারেই করে না, ব্যাপারটা এমন না। কাগজ কলম কিংবা মুখে দুই তিনটা শব্দ উচ্চারণের পরেই যে একটা বন্ধন সৃষ্টি হয়, এটা বিবাহ। অল্পতে আনন্দটুকু উবে যায়, মনে হয় স্থায়ী কোনো ঠিকানায় ঠেলে দিচ্ছে কেউ। এজন্যই ঝাঁপিয়ে পড়ে মায়ের কোলে বাবার বুকে আবার কখনো সারাদিন মারামারি করা ছোট ভাইটির গলাতে! ভালোবাসা কিংবা মমতার স্থায়িত্বের বহিঃপ্রকাশ তখন এমনিতেই ঘটে যায়। রাহেলা এগুলা কিছুই করে নি। চুপচাপ কারো বাসায় গিয়েছিল। মাত্র তিনটা আরবি শব্দের নাম কিংবা কিছু টাকার বিনিময়ে। এতে কেউ কেউ অবাক হয়নি এই ভেবে যে বাড়ীর বড় তো, একটু শক্ত এই আর কি। আবার কেউ কেউ রীতি রেওয়াজের মাথা খেয়ে ফেলার কথাও বলেছিল! রাহেলা শুনেছিল কিছু কিছু বাক্য। কিন্তু চুপচাপ।
পরদিন যখন ভ্যানিটিব্যাগ কাঁধে করে বাড়ীতে ফিরে আসে রাহেলা তখন কারণ শুনতে গ্রামের সবাই ভীড় জমিয়েছিল। কিন্তু গেট একেবারেই না খোলাতে আবার কিছু কথার জন্ম নিয়েছিল। যেগুলো শ্রুতিকটু। ভালো না লাগার মতো কিছু কথা।
৪.
একটা ভুল হয়ে গেছে আমার! ক্ষমা কি পাব?
অপরিচিত কারো কাছ থেকে এমন কথা শুনলে যে কেউ ভ্রান্তিতে পড়বে। ভ্রান্ত না, শুধু অবাক হয়ে শুধু জ্বি বলেছিল রাহেলা।
প্রশ্নের সুর শুনে যে কেউ বলবে লোকটি ফান করছে! মিটিমিটি হেসে যে কোনো তরুণী বলতেও পারত যে, আরে আপনি আবার কী ভুল করলেন? আপনাকে তো কখনো দেখিই নি! পরক্ষণে “প্লিজ” শুনে হয়ত বলত, আচ্ছা বলেন।
রাহেলা এখনো প্রশ্নের সুর ব্যাখ্যা নিয়ে ভাবছে। ভাবছে লোকটা কেমন। হাতে একটা টিকেটের কপি আর কাগজ দিয়ে কখন যে চলে গেছে, অতিরিক্ত মোহে টেরই হয়ত পায় নি।
চিটাগাং এর টিকেট, কখনো আর এ বাড়ীতে ফিরবে না সেই কথা সাথে বাবা মায়ের কথা রাখতে এ বিয়ে করা আর পাসপোর্ট সাইজে একটা ফুটফুটে মেয়ের ছবির উপরে “এটা আমার মেয়ে লেখা”।
৫.
মকবুলের আগ্রহ এখনো কমেনা। মেহগনি বাগানের পরিচর্যা করতে আসা মেয়েটির দিকে তাকাতেই মনে হয় পূর্ব যৌবন ফিরে পায়। এ মানুষগুলো কখনো মানব হবে না। এমন মকবুলদের পৃথিবী অনেক সময় দেয়। বেঁচে থাকে এরা। লোলুপতা তাদেরকে করে আবিষ্ট।

spot_img

আরও পড়ুন

রাজনীতির ত্যাগের গল্প তুলে ধরলেন মির্জা সাফারুহ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট ও...

ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ৪৫২ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স...

গুলিবিদ্ধ ওসমান হাদির ঘটনায় ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮...

বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণজাগরণ দলের...

মোহাম্মদপুর-আদাবরে অস্ত্র ও মাদক উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র...

জানুয়ারি থেকেই প্রাথমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ও ১১তম গ্রেড বাস্তবায়ন নিয়ে আশাবাদী...

ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ সীমান্তে টহল দ্বিগুণ

ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড...

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত...

শহীদ বুদ্ধিজীবী দিবসে তারেক রহমানের বার্তা

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

তথ্য দিলে পুরস্কারের ঘোষণা

রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে...

৭২ ঘণ্টা পার না হলে কিছু বলা সম্ভব নয় : এভারকেয়ার

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব...

পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

গাজীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল...

এমবাপ্পেকে নিয়েও অনিশ্চয়তা, বেঞ্চেই থাকতে পারেন ফরাসি তারকা

রিয়াল মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা...

রোনালদো–মেসির পথে হাঁটতে চান হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেছেন, ফুটবলে দীর্ঘ...
spot_img

আরও পড়ুন

রাজনীতির ত্যাগের গল্প তুলে ধরলেন মির্জা সাফারুহ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট ও দোয়া চেয়েছেন তাঁর ছোট মেয়ে মির্জা সাফারুহ। তিনি বলেন, রাজনীতি করার কারণে এবং শনিবার (১৩...

ভরিতে সোনার দাম বাড়ল ৩ হাজার ৪৫২ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার নতুন মূল্য নির্ধারণ করেছে, যেখানে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৪৫২ টাকা পর্যন্ত...

গুলিবিদ্ধ ওসমান হাদির ঘটনায় ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখন...

বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী গণজাগরণ দলের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের সাবেক আহ্বায়ক মোঃ সিরাজুল...
spot_img