জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, সংগীতশিল্পী তাহসানের সঙ্গে তার নাম জড়ানোর পরই তিনি নিজের প্রেমিককে (বর্তমান স্বামী) প্রকাশ্যে আনেন।
বছর দুয়েক আগে তাহসানের সঙ্গে ফারিণের প্রেমের গুঞ্জন ছিল বিনোদন অঙ্গনের আলোচিত বিষয়। কেউ কেউ এমনও দাবি করেছিলেন, তারা নাকি বিয়ে করে ফেলেছেন। তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানালেন ফারিণ।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ফারিণ বলেন, “বিষয়টি পুরোটাই ভুলভাল। আমি অনেক দিন প্রেমের কথা প্রকাশ্যে আনিনি। এ কারণে মানুষ কিছু না জেনে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরই প্রেমিককে (বর্তমান স্বামীকে) প্রকাশ্যে আনি, সবার ভুল ভাঙে।”
ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখা এই অভিনেত্রী বর্তমানে বাংলাদেশ ও কলকাতা— দুই বাংলাতেই কাজ করছেন। সম্প্রতি কলকাতা সফরে গিয়ে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, দেব ও কোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে ফারিণ বলেন, “বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন, সেটা নির্ধারণ করার অধিকার কারও নেই। আমার সঠিক সময় আমি ঠিক করব। আমি দেখছি, বিয়ের পর বরং আমার কাজ বেড়েছে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ আগস্ট দীর্ঘ সাড়ে আট বছরের সম্পর্কের পর শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিণ।
সিএ/এমআর


