সম্প্রতি এক ঝলমলে বিয়েবাড়িতে অতিথি হয়ে হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান। মঞ্চে উপস্থিতি অবলম্বনে কনের এক লাজুক আবদারের কারণে তৈরি হয় হাস্যকর পরিস্থিতি, যা ভিডিও হয়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ভরা বিয়েবাড়ির মঞ্চে কনের হাত ধরে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান। সেই সময়ে কনে লাজুক ভঙ্গিতে শাহরুখকে অনুরোধ করেন, তামাকজাত দ্রব্যের একটি বিজ্ঞাপনের জনপ্রিয় ট্যাগলাইন ‘একবার বলুন যুবা কেশরী’ বলার জন্য।
কনের এই আবদার শুনে মুহূর্তে পরিবেশ হালকা করেন শাহরুখ। স্বভাবসুলভ ভঙ্গিতে খানিকটা লজ্জা পেলেও তিনি কনের অনুরোধ রাখেননি। উল্টো মজা করে বলেন, “একবার ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করলে সে আর পিছু ছাড়ে না। গুটখাওয়ালারাও না। প্রতিবার যখন বলি, তখন আমি নিই। বাবাকেও বলে দিও।” শাহরুখের এই বিচক্ষণ জবাবে মঞ্চে উপস্থিত সকলেই উচ্চস্বরে হেসে ওঠেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনুরাগীরা বাদশার এই বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন। অনেকে মন্তব্য করেছেন, যে বিজ্ঞাপন অতীতে নানা জটিলতা তৈরি করেছিল, সেই ট্যাগলাইন জনসমক্ষে বলা থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ। একজন অনুরাগী লিখেছেন, ‘কনে নাচ করতেই বলতে পারতেন, কিন্তু তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের ট্যাগলাইন বলার অনুরোধটি ঠিক ছিল না।’


