বলিউডের কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ নতুন এক মন্তব্যে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখ দিন দিন ‘একঘেয়ে অভিনেতা’ হয়ে উঠছেন। যদিও তিনি স্বীকার করেছেন যে শাহরুখ নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমে বলিউডে অবস্থান তৈরি করেছেন।
সাক্ষাৎকারে খান, কুমার ও দেবগনদের মধ্যে প্রিয় অভিনেতা সম্পর্কে জানতে চাইলে নাসিরুদ্দিন শাহ জানান, তিনি প্রায় সবার সঙ্গে কাজ করেছেন, তবে তাদের অভিনয় আলাদা করে দেখার কোনো আগ্রহ তার নেই। একমাত্র অক্ষয় কুমারকেই ব্যতিক্রম হিসেবে প্রশংসা করেন তিনি। তার মতে, অক্ষয় কোনো গডফাদারের সাহায্য ছাড়াই নিজের জায়গা তৈরি করেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভালো অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন।
শাহরুখ খান সম্পর্কে প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন শাহ বলেন, শাহরুখও নিজ যোগ্যতায় জায়গা তৈরি করেছেন, যা প্রশংসনীয়। তবে অভিনেতা হিসেবে তিনি এখন পুনরাবৃত্তিমূলক চরিত্রে সীমাবদ্ধ হয়ে পড়েছেন। তার ভাষায়, শাহরুখের পরিশ্রমের প্রশংসা করলেও অভিনয়ে নতুনত্বের অভাব চোখে পড়ে।
উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খান তিনটি ব্লকবাস্টার ছবি—‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ দিয়ে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় সফলভাবে ফিরেছিলেন। বর্তমানে তিনি তার নতুন ছবি ‘কিং’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সিএ/এমআর


