বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ভারত ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাসের পরামর্শ দিয়ে নতুন বিতর্কে জড়িয়েছেন ‘দাবাং’ খ্যাত পরিচালক অভিনব কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ (প্রার্থনা), আর দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’ (স্বর্গ)। তাই এখন তার ‘মান্নাতে’ নয়, ‘জান্নাতেই’ থাকা উচিত।
অভিনবের বক্তব্যে, “এই দেশে (ভারতে) থেকে শাহরুখের চাওয়ার শেষ নেই—প্রার্থনা, প্রাপ্তি, সম্মান সবই তিনি পেয়েছেন। কিন্তু তার স্বর্গ যেহেতু দুবাইতে, তাহলে তিনি এখনো ভারতে আছেন কেন?”
শুধু তাই নয়, শাহরুখের সাম্প্রতিক এক সিনেমার জনপ্রিয় সংলাপ—“ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো”—নিয়েও তীব্র সমালোচনা করেন এই পরিচালক। তার ভাষায়, “ওরা এমন সংলাপ বলেন, অথচ সাধারণ মানুষের বাস্তবতা থেকে বহু দূরে প্রাসাদে থাকেন। আমাদের জন্য ওরা কী করেন?”
পরিচালকের এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শাহরুখ খানের ভক্তরা বলেন, অভিনব কাশ্যপ বর্তমানে কোনো কাজ না পেয়ে ইচ্ছাকৃতভাবে তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন।
উল্লেখ্য, সালমান খান ও তার পরিবারকে নিয়েও অতীতে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। তার এমন ধারাবাহিক মন্তব্যের কারণে প্রায়ই তিনি সংবাদ শিরোনাম হয়ে ওঠেন।
সিএ/এমআর