‘পুষ্পা’ খ্যাত রাশমিকা মান্দানা বহু আগেই পেয়েছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’-এর খেতাব। তবে তার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ ছিল না। দীর্ঘদিন ধরে তার প্রেম নিয়ে নানা গুঞ্জন থাকলেও এতদিন প্রকাশ্যে মুখ খোলেননি এই অভিনেত্রী। ভক্তদের ধারণা ছিল, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডাই তার জীবনের মানুষ।
কখনও একসঙ্গে বিদেশ ভ্রমণ, আবার কখনও গোপন ডিনার—বছরের পর বছর নেটদুনিয়ায় ঘুরপাক খাচ্ছিল তাদের প্রেমকাহিনি। তবে এ নিয়ে নীরবই ছিলেন দুজন।
এবার শোনা যাচ্ছে, দুর্গাপূজার আবহে নতুন অধ্যায়ে পা রেখেছেন এই তারকা জুটি। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিজয়ের হায়দরাবাদের বিলাসবহুল বাড়িতে ঘরোয়া পরিবেশে আংটিবদল সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন কেবল পরিবারের সদস্য ও কাছের কয়েকজন আত্মীয়। গণমাধ্যমকে এ আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি।
এখন শুধু বাকি চার হাত এক হওয়ার আনুষ্ঠানিকতা। যদিও বিজয় বা রাশমিকা কেউই প্রকাশ্যে বিষয়টি স্বীকার করেননি। তবে ঘনিষ্ঠ মহল নিশ্চিত করেছে, দীর্ঘদিনের গুঞ্জন এবার সত্যিই বাস্তবে রূপ নিতে চলেছে।
সিএ/এমআরএফ