এ সময়ের আলোচিত কণ্ঠশিল্পী নিলয় আহমেদ সম্প্রতি ওয়েব সিরিজ ‘আঁতকা’র গান ‘হায় মন’-এ প্লেব্যাক করেছেন। গানটি শ্রোতার মধ্যে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। গান, ওয়েব সিরিজে প্লেব্যাকের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি রাসেল আজাদ বিদ্যুতের সঙ্গে কথা বলেছেন।
নিলয় জানান, ‘আঁতকা’ ওয়েব সিরিজের পরিচালক আরাফাত মহসিন নিধীর সঙ্গে তার পরিচয় আগে থেকেই। গান গাওয়ার প্রস্তাব আসার পর তিনি দ্বিতীয়বার ভাবেননি। “দুজনেই গানের জগতের মানুষ; আগে কাজ করেছি, বোঝাপড়াও ভালো। তাই ‘হায় মন’ গানটি আমি সঙ্গে সঙ্গে গেয়েছি।” প্রযোজনা প্রতিষ্ঠান চরকির অনুমতি মিলার পর গানটির চূড়ান্ত রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
প্লেব্যাকের প্রসঙ্গে নিলয় বলেন, “গান তৈরি ও গাওয়ার বিষয় একই রকম, তবে প্লেব্যাক আলাদা। কারণ এতে গল্পের প্রেক্ষাপট অনুযায়ী গান পরিবেশন করতে হয়। সিনেমা, ওয়েব সিরিজ কিংবা নাটকে একইভাবে প্লেব্যাক হয়, তবে অডিও-ভিডিও গানে শিল্পীর পূর্ণ স্বাধীনতা থাকে।”
শ্রোতার প্রতিক্রিয়া নিয়েও তিনি জানান, গানটি প্রশংসিত হয়েছে। গীতিকার তন্ময় পারভেজ, সুর-সংগীতায়োজক আরাফাত মহসিন নিধী, কণ্ঠশিল্পী রাবা খানসহ অনেকেই প্রশংসা করেছেন। “এটাই শিল্পী হিসেবে বড় প্রাপ্তি। শ্রোতার কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া সবচেয়ে বড় আনন্দ।”
নিলয় জানালেন, ছোটবেলা থেকে প্লেব্যাক শিল্পী হওয়ার স্বপ্ন লালন করেছেন। “ডি’রকস্টার রিয়েলিটি শো, বিভিন্ন অ্যালবাম ও জিঙ্গেল গান–সবই করেছি। কিন্তু প্রথম প্লেব্যাকের সুযোগ পেলেই মনে হয়েছিল, এ জন্যই অপেক্ষা করেছি। এখন সুযোগ মিললে মনপ্রাণ উজাড় করে গাইতে চাই।”
প্লেব্যাকের ব্যস্ততার মধ্যে অন্যান্য মাধ্যমে গান গাওয়ার বিষয়ে নিলয় বলেন, “অবশ্যই গাইব। মাধ্যম অনুযায়ী গানের ধরনও বদলে যায়। শ্রোতার প্রত্যাশা পূরণ করাই বড় দায়বদ্ধতা। গানের জন্য চাকরি ছাড়তেও দ্বিধা করিনি। তাই সব মাধ্যমে গান গাইতে চাই।”
নতুন কাজের কথাও তিনি শেয়ার করেন। “‘ময়না’র পর ক’দিন আগে কোনালের সঙ্গে ‘ও জান’ শিরোনামের দ্বৈত গান রেকর্ড করেছি। গীতিকবি আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। মিউজিক ভিডিওর শুটিং হয়েছে নেপালে। এতে মডেল হয়েছেন সুনেরাহ বিনতে কামাল ও রেহান। এটিও বড় প্রজেক্ট, তাই আমরা এটিকে মিউজিক্যাল ফিল্ম বলছি।”
সিএ/এসএ


