বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের রূপালি পর্দায় জয়া আহসান কেবল সু-অভিনেত্রী নন, তিনি সময়ের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর শক্তিশালী মুখ হিসেবেও পরিচিত। ২০২৫ সালে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’ সিনেমায় তার অনবদ্য অভিনয় দুই বাংলার দর্শকের হৃদয় জয় করেছে। এবার নতুন বছরে তাঁর সঙ্গে যুক্ত হলো আরও একটি চ্যালেঞ্জিং কাজ—‘ওসিডি’।
সৌকর্য ঘোষাল পরিচালিত ও জয়া আহসান অভিনীত এই সিনেমা আগামী ৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটির ট্রেলার সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সামাজিক মাধ্যমে ট্রেলার শেয়ার করে জয়া লিখেছেন, “পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীলনকশা।”
ট্রেলারে দেখা যায়, শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবই ‘ওসিডি’র মূল উপজীব্য। শৈশবের তিক্ত অভিজ্ঞতা কীভাবে পুরো জীবনকে প্রভাবিত করতে পারে এবং সেই স্মৃতিগুলো একজন মানুষকে প্রতিশোধস্পৃহ বা অপরাধপ্রবণতার দিকে ঠেলে দিতে পারে, তা স্পষ্টভাবে ফুটে উঠেছে প্রতিটি দৃশ্যে।
সিনেমায় জয়া আহসান শ্বেতা নামের এক চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন, যার জীবনে অতীতের ছায়া লেগে থাকে। মনের গভীরে জমে থাকা অন্ধকার তাকে ক্রমাগত তাড়া করে। এক রোগী শ্বেতার অতীত সম্পর্কে জানতে পারার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ পরিণতি। আশপাশের মানুষজন এবং যারা তার বিরুদ্ধাচরণ করে তাদের প্রতি শ্বেতার ক্রমবর্ধমান বিতৃষ্ণার গল্পই ‘ওসিডি’-র মূল কাঠামো।
পরিচালক সৌকর্য ঘোষাল আগেই জানিয়েছেন, “‘ওসিডি’ একটি সাইকোলজিক্যাল ড্রামা, তবে শুধু থ্রিলার নয়, এটি আমার কাছে একটি প্রতিবাদও। সমাজে বহু শিশুর মুখ দেখি যারা নির্যাতনের শিকার হলেও ভয়, অবিশ্বাস বা পরিবারের নীরবতার কারণে মুখ খুলতে পারেনি। অপরাধীরা তাই সহজেই পার পেয়ে গেছে। সেই শিশুরা সারাজীবন বহন করেছে অসমাপ্ত আর্তনাদ।”
‘ওসিডি’র দৃশ্যধারণ শুরু হয় ২০২১ সালে। ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এবং একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
জয়া আহসানের সঙ্গে এটি পরিচালক সৌকর্য ঘোষালের দ্বিতীয় কাজ। এর আগে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন ‘ভূতপরী’ ছবিতে। ‘ওসিডি’-তে তাঁদের শিল্পী-পরিচালক সম্পর্ক আরও গভীরতায় পৌঁছেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জয়া আহসানের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
সিএ/এসএ


