ছোটপর্দার আলোচিত জুটি কেয়া পায়েল ও খায়রুল বাসার। নাটকে তাদের অভিনয় ও পারস্পরিক রসায়ন দীর্ঘদিন ধরেই দর্শকের কাছে প্রশংসিত। পর্দার বাইরে দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নতুন কিছু নয়। তবে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা।
সম্প্রতি কেয়া পায়েল সামাজিকমাধ্যমে খায়রুল বাসারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দুজনকেই দেখা যায় হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক ভঙ্গিতে। তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে ক্যাপশনটি। সেখানে কেয়া পায়েল লিখেছেন, ‘যদি সত্যি জানতে চাও, তোমাকে চাই।’ এই এক লাইনের কথাই ভক্তদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
অনেকে মনে করছেন, এটি কোনো নাটকের সংলাপ বা আসন্ন কোনো কাজের অংশ হতে পারে। আবার কেউ কেউ ধারণা করছেন, বাস্তব জীবনের অনুভূতির ইঙ্গিতও এতে থাকতে পারে। তবে আরেক অংশের মতে, এটি নিছকই প্রচারণামূলক একটি পোস্ট, যার মাধ্যমে দর্শকদের কৌতূহল বাড়ানো হয়েছে।
বর্তমানে কেয়া পায়েল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ। এই নাটকে তাদের অন-স্ক্রিন রসায়ন ইতোমধ্যে দর্শকের আগ্রহ তৈরি করেছে। ফলে বাস্তব ও পর্দার উপস্থিতি মিলেমিশে ভক্তদের জল্পনা আরও জোরালো হচ্ছে।
সিএ/এসএ


