হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও সাম্প্রতিক ভ্রমণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অভিনয়ের জন্য ডেজার্ট পাম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেও তিনি ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গালা অ্যাওয়ার্ডসে সশরীরে পুরস্কার গ্রহণ করতে ব্যর্থ হন।
রবিবার (৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ওই গালা অনুষ্ঠানে ডিক্যাপ্রিওর উপস্থিত থাকার কথা ছিল। তবে আঞ্চলিক অস্থিরতার জেরে ক্যারিবীয় দ্বীপ সেন্ট বার্থেলেমিতে আটকা পড়েন তিনি। ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু এলাকায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফ্লাইটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভেনেজুয়েলার পরিস্থিতিকে কেন্দ্র করে সংঘাত-পরবর্তী নিরাপত্তাজনিত কারণে আকাশসীমা সীমিত হয়ে পড়ে। এর ফলে সেন্ট বার্থেলেমি থেকে নির্ধারিত সময়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করতে পারেননি ডিক্যাপ্রিও।
ভ্যারাইটি জানিয়েছে, নতুন বছরের আগে ডিক্যাপ্রিওকে সেন্ট বার্থেলেমিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে অবকাশযাপনে দেখা গেছে। সেই দলে ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তাঁর সঙ্গী লরেন স্যানচেজও।
পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “অপ্রত্যাশিত ভ্রমণ বাধা ও সীমিত আকাশসীমার কারণে লিওনার্দো ডিক্যাপ্রিও আজ ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারছেন না। যদিও আমরা তাঁকে সশরীরে উদ্যাপন করতে পারছি না, তবুও তাঁর অসাধারণ কাজ এবং চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী অবদানকে স্বীকৃতি জানাতে পেরে আমরা গর্বিত।”
উল্লেখ্য, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে ডিক্যাপ্রিও অভিনয় করেছেন এক সাবেক বিপ্লবীর চরিত্রে। কাহিনিতে দেখা যায়, কন্যাকে উদ্ধার করতে তাঁকে আবারও নিজের পুরোনো জীবনে ফিরে যেতে হয়। সমালোচকদের মতে, এ চরিত্রটি তাঁর অভিনয় জীবনের আরেকটি শক্তিশালী সংযোজন।
সিএ/এএ


