দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব শোবিজ অঙ্গনে পড়ার ঘটনা নতুন নয়। অতীতের ধারাবাহিকতায় ২০২৫ সালেও সংগীত ও অভিনয় জগতের একাধিক পরিচিত মুখকে গ্রেপ্তার, ডিবি হেফাজত কিংবা মামলার বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। কেউ এখনো কারাগারে, কেউ জামিনে মুক্ত, আবার কেউ জিজ্ঞাসাবাদ শেষে ফিরে গেছেন স্বাভাবিক জীবনে। এই সময়টি শোবিজ অঙ্গনের জন্য ছিল উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় ভরা।
আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম ছিলেন আলোচিত ঘটনাগুলোর কেন্দ্রে। মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। মানিকগঞ্জ–২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই শিল্পী বর্তমানে কারাগারে রয়েছেন।
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তারও ব্যাপক আলোচনার জন্ম দেয়। রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় দায়ের হওয়া ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।
গ্রেপ্তারের পর রাতে তাকে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়। পরদিন আদালতে হাজির করার সময় বুলেটপ্রুফ জ্যাকেট ও পুলিশের হেলমেট পরিয়ে কড়া নিরাপত্তায় তাকে এজলাসে তোলা হয়। আদালতে নুসরাত ফারিয়াকে বিমর্ষ দেখা যায়। কাঠগড়ায় প্রায় ৩০ মিনিট নীরবে দাঁড়িয়ে ছিলেন, কোনো বক্তব্য দেননি। মঙ্গলবার (২০ মে) গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
২০২৫ সালে ডিবি হেফাজতে নেওয়া হয় সংগীতশিল্পী, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকেও। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির বাসভবন থেকে তাকে আটক করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়। এ সময়ের মধ্যেই জামালপুরে তার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে।
অভিনয়শিল্পী সোহানা সাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে কোনো মামলা ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনাও শোবিজ অঙ্গনে উদ্বেগ তৈরি করে।
এর আগের বছর অভিনেতা সিদ্দিকুর রহমান গ্রেপ্তার হন। পাশাপাশি প্রায় তিন ডজন শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যার বেশিরভাগই রাজনৈতিক প্রেক্ষাপটে করা। ২০২৫ সাল শোবিজ অঙ্গনের জন্য ছিল অস্বস্তি, আতঙ্ক ও অনিশ্চয়তার সময়। অভিনয় কিংবা সংগীতের পরিচয়ের বাইরে গিয়ে অনেক তারকাকেই আইনশৃঙ্খলা বাহিনী, আদালত ও কারাগারের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। রাজনীতি ও সংস্কৃতির এই জটিল সংযোগ আবারও মনে করিয়ে দেয়, দেশের অস্থিরতা কখনোই একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না।
সিএ/বিই


