মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্দর’। ট্রেলার প্রকাশের পর থেকেই অ্যাকশন লুকে বিশেষ নজর কাড়েন বলিউডের স্টাইলিশ এই তারকা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ছবির ফল ভালোই পাওয়া গেছে। পরপর কয়েকটি ছবি ফ্লপ হলেও রণবীর সিংয়ের বাজারদর এখনো সমান উঁচু।
তথ্য অনুযায়ী, একটি ছবি সাইন করলেই রণবীরের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ৩০ থেকে ৫০ কোটি রুপি। শুধু সিনেমা নয়, ব্র্যান্ড এনডোর্সমেন্টেও তিনি উচ্চ পারিশ্রমিক নেন—একেকটি ব্র্যান্ডের প্রচারে ৩ থেকে ৫ কোটি রুপি পর্যন্ত। সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকেও তার আয় প্রায় ৮০ লাখ রুপি।
রণবীরের রয়েছে দিল্লি ও মুম্বাইয়ে মোট চারটি বিলাসবহুল বাড়ি। গাড়ির তালিকাও কম নয়—১৫টি বিদেশি গাড়ি, যার সবই প্রিমিয়াম সেগমেন্টের। সব মিলিয়ে রণবীর সিংয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় ৫,৫০০ কোটি।
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীর সিংয়ের। আনুশকা শর্মার বিপরীতে প্রথম সিনেমাতেই তিনি জানান দেন দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ইঙ্গিত। প্রথম ছবি হিট হলেও পরপর কয়েকটি ফ্লপের মুখে পড়েন তিনি। পরে ‘লুটেরা’ ছবির মাধ্যমে অভিনয় দক্ষতার নতুন পরিচয় দেন রণবীর। এরপর সঞ্জয় লীলা বানসালির রাম-লীলা ও বাজিরাও মস্তানি সিনেমা তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে।
ব্যক্তিগত জীবনেও তিনি সমান আলোচনায়—স্ত্রী দীপিকা পাড়ুকোন ও মেয়ে দুয়াকে নিয়ে রণবীরের এখন সুখের সংসার।
সিএ/এএ


