বলিউড তারকা দীপিকা পাড়ুকোন মেটা এআইয়ের সঙ্গে নতুন ইতিহাস গড়েছেন। তিনি মেটা এআইয়ের প্রথম ভারতীয় কণ্ঠস্বর হিসেবে যুক্ত হয়েছেন, এবং তার কণ্ঠ এখন থেকে মেটার বিভিন্ন পণ্য ও পরিষেবায়, যার মধ্যে রে ব্যান মেটা গ্লাসেসও, ব্যবহার করা হবে।
দীপিকার কণ্ঠ ব্যবহার করা হবে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এই খবরটি নিজেই দীপিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, যেখানে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি একটি রেকর্ডিং স্টুডিওতে বসে মেটা এআইয়ের জন্য ভয়েস রেকর্ড করছেন।
ভিডিওতে দীপিকা বলেন, “হাই, আমি দীপিকা পাড়ুকোন। আমি মেটা এআইয়ের নতুন ভয়েস। শুধু রিং–এ ট্যাপ করুন, আর আমার কণ্ঠ শুনতে পাবেন।” ভিডিওর ক্যাপশনে তিনি উল্লেখ করেছেন, “ঠিক আছে, এটা সত্যিই বেশ কুল। এখন থেকে আমি মেটা এআইয়ের অংশ, এবং তোমরা আমার কণ্ঠে ইংরেজিতে চ্যাট করতে পারবে ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড জুড়ে।”
বলিউড হাঙ্গামা জানিয়েছে, দীপিকা মেটা এআইয়ের গ্লোবাল ভয়েস লাইনআপে যুক্ত হয়েছেন, যেখানে হলিউড অভিনেত্রী জুডি ডেঞ্চ, অকওয়াফিনা সহ আরও অনেক পরিচিত কণ্ঠ অন্তর্ভুক্ত। মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় ব্যবহারকারীরা এখন থেকে দীপিকার কণ্ঠে মেটা এআইয়ের সঙ্গে ইন্ডিয়ান ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন। পাশাপাশি চালু হয়েছে সম্পূর্ণ হিন্দি ভাষা এবং ইউপিআই লাইট পেমেন্ট সুবিধা।
সিএ/এমআর