দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বাগদান নিয়ে গুঞ্জন আবারও তুঙ্গে উঠেছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করার পরই রাশমিকার আঙুলে থাকা একটি আংটি নেটিজেনদের নজর কাড়ে।
ভিডিওতে দেখা যায়, পোষা কুকুরের সঙ্গে খেলছেন রাশমিকা। তবে ভক্তদের দৃষ্টি ছিল তার অনামিকার চকচকে আংটির দিকেই। অনেকেই ধারণা করছেন, এটি রাশমিকা ও বিজয়ের বাগদানের আংটি।

ভারতীয় গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, রাশমিকা ও বিজয় নাকি ইতোমধ্যে আংটিবদল সম্পন্ন করেছেন। এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পরিকল্পনাও নাকি প্রায় চূড়ান্ত। তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
গত এক বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনায়। যদিও রাশমিকা ও বিজয় বরাবরই নিজেদের ‘শুধু বন্ধু’ বলে উল্লেখ করেছেন। ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’-এর সাফল্যের পর রাশমিকা এখন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, আর বিজয় দক্ষিণী সিনেমার শীর্ষ তারকাদের একজন।
তবে সত্যিই কি আংটিবদল সেরে ফেলেছেন এই তারকা যুগল, নাকি এটি শুধুই গুঞ্জন—তার উত্তর সময়ই দেবে।
সিএ/এমআর


