বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের প্রতি গভীর মুগ্ধতা থেকে ২০১৮ সালে ৭২ কোটি টাকার সম্পত্তি তার নামে লিখে দেন মুম্বাইয়ের নারীভক্ত নিশা পাটিল। দীর্ঘদিন জটিল রোগে ভুগছেন বলে মৃত্যুর আগে এই সিদ্ধান্ত নেন তিনি। তবে জীবদ্দশায় কখনোই সঞ্জয়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো যোগাযোগ ছিল না।
নিশা পাটিল বিভিন্ন ব্যাংককেও অনুরোধ জানান, মৃত্যুর পর তাঁর সম্পত্তি সঞ্জয় দত্তের অ্যাকাউন্টে স্থানান্তর করা হোক। এই অনন্য অনুরাগ ও বুদ্ধিমত্তায় সঞ্জয় দত্ত নিজেও বিস্মিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান,
“আমি এই খবর শুনে হতবাক হয়েছি। তবে নৈতিক দায়বোধ থেকে আমি সম্পূর্ণ অর্থ নিশার পরিবারকে ফিরিয়ে দিয়েছি। আমি নিজে তাকে চিনি না।”
সঞ্জয় দত্ত বলছেন, নিশার এমন ভালোবাসা এবং বিশ্বাসের গল্প তাকে গভীরভাবে স্পর্শ করেছে।
সঞ্জয় দত্ত, যিনি বলিউডে ‘মুন্নাভাই’ ও ‘সাঞ্জু বাবা’ নামে পরিচিত, ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক করেন। তার ক্যারিয়ারে ১৩৫টিরও বেশি চলচ্চিত্র রয়েছে, যা তাকে অন্যতম প্রভাবশালী অভিনেতার মর্যাদা দিয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি সুপরিচিত অভিনেতা সুনীল দত্ত ও নায়িকা নার্গিসের সন্তান।