চ্যানেল আগামী ডেস্ক
গতকাল ৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমএ ১৯৮৮-৮৯ ব্যাচের শিক্ষার্থীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরস্থ পুলিশ স্টাফ কলেজে।
অনুষ্ঠানে চারজন সহপাঠীর অভাবনীয় সাফল্যে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এঁরা হলেন—
- ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. কামাল উদ্দীন জসীম,
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবির আহমেদ,
- বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তা ড. তাসমিনা আহমেদ,
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (গ্রেড-১) গোলাম রসুল।
এ ছাড়া মঞ্চে উপবিষ্ট ছিলেন বরিশাল বিভাগ সমিতির প্রকাশনা সম্পাদক ও জিয়া পরিষদ সোনালী ব্যাংক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এবং বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মো. নজরুল ইসলাম।
মিলনমেলাটি আয়োজন করেন মো. নজরুল ইসলাম ও শফিউল আলম রতন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সেলিম মিয়া। এতে সংশ্লিষ্ট ব্যাচের অসংখ্য সফল সহপাঠী উপস্থিত ছিলেন।