যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত বিষয়ভিত্তিক র্যাঙ্কিংয়ে একাধিক ক্ষেত্রে সাফল্য পেয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী, চলতি বছর কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং ফলিত বিজ্ঞান—এই তিনটি বিষয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
র্যাঙ্কিংয়ে দেখা গেছে, প্রকৌশল বিদ্যায় বিশ্বে চুয়েটের অবস্থান ৮০১–১০০০ এর মধ্যে। এ তালিকায় দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চুয়েট দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
অন্যদিকে, কম্পিউটার বিজ্ঞান বিষয়ে বিশ্বে ৬০১–৮০০ তম অবস্থানের মধ্যে জায়গা করে নিয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে চুয়েট। এই বিষয়ের তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি ফলিত বিজ্ঞান বিষয়ে বিশ্ব র্যাঙ্কিংয়েও চুয়েটের অবস্থান ৮০১–১০০০ এর মধ্যে রয়েছে।
তবে অন্যান্য সূচকে ধারাবাহিকতা বজায় থাকলেও চলতি বছর এই তিনটি বিষয়েই মানসম্মত গবেষণা সূচকে কিছুটা অবনতি লক্ষ্য করা গেছে। তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কম্পিউটার বিজ্ঞানে মানসম্মত গবেষণা সূচকে চুয়েটের স্কোর ছিল ৮৩ দশমিক ৭ পয়েন্ট, যা এ বছর কমে দাঁড়িয়েছে ৭৮ পয়েন্টে। প্রকৌশল বিষয়ে একই সূচকে আগের বছর ৭২ দশমিক ২ পয়েন্ট থাকলেও এবার তা নেমে এসেছে ৬৮ দশমিক ৩ পয়েন্টে। ফলিত বিজ্ঞান বিষয়ে এই সূচকে স্কোর হয়েছে ৬৭, যা আগের বছরের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট কম।
এ বিষয়ে চুয়েটের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূইয়াঁ বলেন, ‘গবেষণায় আমাদের বাজেট বেড়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিভিন্ন অনুদানের ব্যবস্থা করছে। গবেষণার ফল পেতে সময় লাগে। আগের তুলনায় চুয়েটে এখন অনেক ভালো মানের গবেষণা হচ্ছে। শিক্ষকরাও গবেষণা ও নতুন নতুন কাজের প্রতি আগের চেয়ে বেশি আগ্রহী। ইনশাল্লাহ ভবিষ্যতে এর ইতিবাচক ফল দেখা যাবে।’
এর আগে, গত বছরের অক্টোবরে প্রকাশিত টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে চুয়েট ১২০১–১৫০০ এর মধ্যে অবস্থান করেছিল। সে সময় বিশ্ববিদ্যালয়টির ওভারঅল স্কোর ছিল ২৭ দশমিক ৩ থেকে ৩২ দশমিক ০ এর মধ্যে।
সিএ/এসএ


