চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন’-এর নবীন বরণ, ম্যাগাজিন ও ক্যালেন্ডার মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এ. কে. খান আইন অনুষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. মুহিত খাঁনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবিব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব লায়ন মো. আবিদ আলী ভূঁঞা, পৃষ্ঠপোষক আ. ন. ম. শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মুনীর হোসেন, মো. মহিউদ্দিন মুন্সী, ইপসার সহকারী শাখা ব্যবস্থাপক ও প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম হিমেলসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম ফিরোজ, সাবেক সভাপতি ও পটিয়া সরকারি কলেজের প্রভাষক দিদারুল আলম সজল, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার শরফুদ্দিন রাশেদ, সাবেক সভাপতি মো. কাউসার হোসেন, মো. হাবিবুল হাসান, মুহাম্মদ ফারুকুল ইসলাম, মোহাম্মদ মোদাচ্ছির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের সাবেক দায়িত্বশীলরা।
অনুষ্ঠানে বক্তব্যে চাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের জেলা অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে চবির চাঁদপুর জেলা অ্যাসোসিয়েশন একটি রোল মডেল। শিক্ষার্থীদের কল্যাণে আমরা যে ধরনের গঠনমূলক কাজ আশা করি, এই সংগঠন তা অনেক আগেই সফলভাবে করে দেখিয়েছে।’
সংগঠনটির শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ মুয়াজ্জম হোসেন বলেন, ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অনেক কারণেই অনন্য। আমি তাদের কার্যক্রম দেখে মুগ্ধ। এই সেবামূলক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখতে হবে।’
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম ও রাফেজা রিপা। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম ও মাহিয়া আনিকা।
অনুষ্ঠানে চাঁদপুর জেলার নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে অতিথিদের উপস্থিতিতে সংগঠনের বার্ষিক ম্যাগাজিন ও ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
সিএ/এসএ


