চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ১২ জানুয়ারি রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেই অনিয়মের অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, ওই নিয়োগ তালিকায় প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খানের মেয়ে মহিরা খান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চবির রেজিস্ট্রার সাইফুল ইসলামের ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে।
এসব নিয়োগে স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের বিষয়ে প্রশ্ন ওঠায় দুদক প্রাথমিকভাবে নিয়োগসংক্রান্ত নথিপত্র যাচাই শুরু করেছে। অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এসএ


