Sunday, January 11, 2026
21 C
Dhaka

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে চলছে বিক্ষোভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। পুনরায় পরীক্ষা গ্রহণের দাবিতে রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও করে সেখানে অবস্থান নেন আন্দোলনকারী পরীক্ষার্থীরা।

রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় পরীক্ষার্থীরা নানা স্লোগানের মাধ্যমে পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে ধরে পরীক্ষা বাতিলের দাবি জানান। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ-সমাবেশ করেন একদল নিয়োগপ্রত্যাশী। একই সঙ্গে তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। এসব দাবির মধ্যে রয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দ্রুত পুনরায় পরীক্ষা গ্রহণ, সকল চাকরির পরীক্ষা ঢাকায় আয়োজন এবং প্রতিটি কেন্দ্রে ডিভাইস চেকার ও নেটওয়ার্ক জ্যামার স্থাপন।

আন্দোলনকারীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র কমিটি গঠন করে তার আওতায় সব পরীক্ষা গ্রহণ এবং একই দিনে একই সময়ে একাধিক পরীক্ষা না নেওয়া। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে প্রশ্নফাঁসের রেকর্ড রয়েছে, তাদের কোনোভাবেই প্রশ্ন প্রণয়নের দায়িত্ব না দেওয়ার দাবি জানানো হয়। প্রশ্নফাঁস প্রমাণিত হলে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা এবং প্রশ্ন প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রধানকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করার দাবিও তোলা হয়।

জানা গেছে, গত ৯ জানুয়ারি বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের ৬১ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা বাদে এই পরীক্ষা নেওয়া হয়। এতে অংশ নেন ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী। পরীক্ষার কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস হওয়া প্রশ্ন শেয়ার করা হয় বলে অভিযোগ ওঠে।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার দুই দিন আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নের কিছু অংশ থেকে হুবহু কয়েকটি প্রশ্ন পরীক্ষায় এসেছে। এতে প্রশ্নফাঁসের অভিযোগ আরও জোরালো হয়েছে। তাদের দাবি, ২৫ ডিসেম্বর প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হলেও প্রায় দুই সপ্তাহ পর পরীক্ষা নেওয়ায় প্রশ্নপত্র অসাধু চক্রের হাতে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, এবার দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী প্রতিযোগিতায় অংশ নেন।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন পড়ে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়ে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি। তবে ঠিক কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন এবং কতজন অনুপস্থিত ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানায়নি অধিদফতর।

সূত্র: শিক্ষা সময়

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

পথ কুকুর-বিড়াল হত্যা: আইন ও শাস্তি

পথে থাকা কুকুর বা বিড়াল হত্যা একটি গুরুতর অপরাধ...

‘ইন্ডিয়ান আইডল’জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন

নয়াদিল্লিতে নিজের বাসভবনে ৪৩ বছর বয়সে মারা গেছেন ভারতীয়...

ওয়ালটন উদ্‌যাপন করলো আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য

টানা ৫বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’...

গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস: বাসেম নাঈম

গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হতে...

আধ্যাত্মিক ও শারীরিক সুরক্ষার কোরআনী সূত্র

কোরআন কেবল একটি কিতাব নয়; এটি মানবজাতির জন্য ‘শিফা’...

জন্মদিনে কেকের বদলে গুড়ের সন্দেশ কেটে উদ্‌যাপন রুনা খানের

সিসিমপুরের সুমনা চরিত্র দিয়ে দেশজুড়ে খ্যাতি পাওয়া জাতীয় চলচ্চিত্র...

রাতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি রিয়াল ও বার্সা— কখন, কোথায় এবং কীভাবে দেখবেন?

ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ণ। স্প্যানিশ...

ঘরে থাকতে পছন্দ করার মনস্তাত্ত্বিক কারণ

সন্ধ্যায় বন্ধুদের গ্রুপ চ্যাটে হইহুল্লোড় চলছে। কেউ বলছে নতুন...

উত্তেজনার মাঝেই ভারতে ম্যাচ পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতে ম্যাচ পরিচালনার...

ক্যাশলেস সোসাইটি হলে বছরে দেড় থেকে দুই লাখ কোটি টাকার রাজস্ব আয় বাড়বে: গভর্নর

বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করা সম্ভব হলে বছরে দেশের...

জাপানি অভ্যাসে কীভাবে বাড়বে কাজের গতি

দৈনন্দিন জীবনে অলসতা অনেকের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়।...

যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছে কলম্বিয়া

কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ‘বাস্তব হুমকি’ হিসেবে দেখছেন...

নারী বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা বাংলাদেশের

নেপালে অনুষ্ঠিতব্য ২০২৬ নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের...

চোখের আরামে ডার্ক মোড সব সময় কার্যকর নয়

স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে ডার্ক মোড নিয়ে একটি প্রচলিত ধারণা...
spot_img

আরও পড়ুন

পথ কুকুর-বিড়াল হত্যা: আইন ও শাস্তি

পথে থাকা কুকুর বা বিড়াল হত্যা একটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং এটি জনস্বাস্থ্য ও পশু সুরক্ষার জন্য বড় সমস্যা সৃষ্টি করে। বাংলাদেশের...

‘ইন্ডিয়ান আইডল’জয়ী গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন

নয়াদিল্লিতে নিজের বাসভবনে ৪৩ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেতা ও সংগীতশিল্পী প্রশান্ত তামাং। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার মৃত্যু হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত জটিলতায়। ভারতীয়...

ওয়ালটন উদ্‌যাপন করলো আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য

টানা ৫বার ‘আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স’ এবং টানা ৪বার ‘আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ অর্জন করায় সাফল্য উদ্‌যাপন করেছে ওয়ালটন। শনিবার (১০ জানুয়ারি)...

গাজার প্রশাসন থেকে পুরোপুরি সরে যেতে প্রস্তুত হামাস: বাসেম নাঈম

গাজার প্রশাসনিক ক্ষমতা ছেড়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির দাবি, আন্তর্জাতিকভাবে অনুমোদিত যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই তারা...
spot_img