Home শিক্ষা জিএএম চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ ছাত্রসংসদের ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটি ঘোষণা

জিএএম চার্টার্ড ইউনিভার্সিটি কলেজ ছাত্রসংসদের ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটি ঘোষণা

0

রাশেদুল ইসলাম:
ক্যাম্পাসের সহশিক্ষামূলক কার্যক্রম, নিজেদের দক্ষতা, যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের অঙ্গীকার নিয়ে ঘোষণা করা হলো জিএএম চার্টাড ইউনিভার্সিটি কলেজ ছাত্রসংসদের ২০১৮-১৯ সালের কার্যকরী কমিটি। গত ১৫ই নভেম্বর, বৃহস্পতিবার নগরীর মেহেদীবাগস্থ কলেজের মিলনায়তনে এই কার্যক্রম সম্পাদিত হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম ব্যাচের ছাত্র এস এম আরশাদুল আলম সাদাব সভাপতি ও ৩য় ব্যাচের আবু হানিফ খাঁনকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করে মোট ১০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ দ্বারা অনুমোদিত এই কমিটির নির্বাচিতদের মধ্যে অন্যান্যরা হলেন সহ সভাপতি মোঃ সুহেম উল আলম, সহ-সাধারন সম্পাদক আফসানা আঞ্জুম সামা, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুর ইসলাম, অর্থ সম্পাদক মোঃ ইউনুস, সহ-অর্থ সম্পাদক মোঃ ইনজামুল আলী, সাংস্কৃতিক সম্পাদক স্বস্তি দত্ত, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাবরিনা তানজিনন ঝিলিক, প্রচার সম্পাদক মোঃ জমির উদ্দিন খাঁন।

উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও মোঃ রাফিদুল হকের নেতৃত্বে গঠিত আহবায়ক কমিটির অধীনে সম্পূর্ণ গণতান্ত্রিক ও স্বাধীন নির্বাচনের মাধ্যমে কমিটির সদস্যদের নির্বাচিত করা হয় যা শিক্ষাঙ্গনে গণতন্ত্রচর্চার প্রতিফলন ঘটায়। সুষ্ঠুভাবে নির্বাচন সমাপ্তি ও ফল প্রকাশের পর আহবায়ক কমিটির পক্ষ থেকে নির্বাচিত নেতৃবৃন্দ ও নির্বাচনে অংশগ্রহনকারী এবং ভোটপ্রদানকারীদের শুভেচ্ছা জানানো হয় এবং কেক কাটার মাধ্যমে নির্বাচিত ছাত্রপ্রতিনিধিদের অভ্যর্থনা প্রদান করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version