রোববার (৭ ডিসেম্বর) দেশে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সরকারের সঙ্গে আলোচনা শেষে প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৭ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ৩৩ টাকা এবং প্রতি লিটার পাম তেলে ১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন সমন্বিত দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
সংগঠনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে মিল রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটারে ১৯৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৫৫ টাকায় বিক্রি হবে এবং খোলা পাম তেলের লিটারপ্রতি নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।
ভোজ্যতেলের দাম নির্ধারণে গত ৪ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে। যদিও সে বৈঠকে দাম বাড়ানো বা কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, রোববার (৭ ডিসেম্বর) পুনর্বৈঠকে আসে মূল্যবৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত।
এর আগে কর্তৃপক্ষকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় সরকার ক্ষোভ প্রকাশ করে। সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ার কারণ জানতে ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যাও চাওয়া হয়।
সিএ/ইরি


