বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। এবারও বাজুস নির্বাচনে প্রেসিডেন্টসহ ৩৫টি পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বাজুসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি এনামুল হক খান দোলন বলেন, “জুয়েলারি খাতের উন্নয়নে আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে। যাতে বৈধ পথে সোনা দেশে নিয়ে আসা যায় এবং অর্থনীতিতে অবদান রাখা সম্ভব হয়। পাশাপাশি চোরাকারবারিদের নিয়ন্ত্রণ ও নির্মূল করতে হবে।” তিনি আরও বলেন, সোনা আমদানির উপর থেকে ভ্যাট কমানোর দাবি রাখছেন।
বর্তমান কমিটির মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর শেষ হচ্ছে। এরপর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল বলেন, “২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের তফসিল অনুযায়ী প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র সহ-ভাইস প্রেসিডেন্ট পদে ১ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন এবং পরিচালক পদে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনের পদের সমান হওয়ায় ৩৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।”
সিএ/এমআরএফ


