সমালোচিত ও বড় বিনিয়োগকারী হিসেবে পরিচিত আবুল খায়ের হিরুর একটি ফেসবুক বার্তার পরই দেশের পুঁজিবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। দরপতনের দীর্ঘ ধারার পর গত রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির পরিমাণ ছিল দরপতনের তুলনায় প্রায় সাত গুণ। এর ফলে দেড় মাসের বেশি সময় পর প্রধান সূচক আবারও ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে।
গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে একটি বার্তা দেন আবুল খায়ের হিরু। পুঁজিবাজারে কারসাজির অভিযোগে যিনি ও তাঁর পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে শত শত কোটি টাকা জরিমানার মুখে পড়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘গোল্ডেন বুল ইজ কামিং টু দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ ভেরি সুন।’
এই বার্তার পরপরই একশ্রেণির বিনিয়োগকারীর মধ্যে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যায়। ফেসবুক পোস্টটিতে অসংখ্য বিনিয়োগকারী মন্তব্য করেন। একজন মন্তব্য করেন, ‘ওয়েলকাম গোল্ডেন বুল, বেস্ট অব লাক মাই ডিয়ার হিরো স্যার।’ আরেকজন লেখেন, ‘অপেক্ষায় অপেক্ষায় কেটে গেল আরেকটা বছর। তুমি যেহেতু বলেছ, আশা করি ভালো কিছু হবে।’ আরেক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ‘জীবন-যৌবন সবই দিলাম! এটার অপেক্ষায় আছি।’
এর পরদিন রোববার ডিএসইতে বাজার চিত্রে বড় পরিবর্তন আসে। লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ৪২টির কমেছে এবং ৫৭টির দাম অপরিবর্তিত ছিল। বাজারের এই ইতিবাচক প্রবণতার প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫ পয়েন্টে।
সূচকের এই অবস্থান গত ২৭ নভেম্বরের পর সর্বোচ্চ। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ২৮ পয়েন্টে। এরপর দীর্ঘ সময় ধরে সূচক ৫ হাজার পয়েন্টের নিচে অবস্থান করছিল। রোববার বাজারে মোট লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
সিএ/এসএ


