শেয়ারবাজারে মানসম্মত কোম্পানি তালিকাভুক্তির জন্য মার্চেন্ট ব্যাংকারদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির পক্ষে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গত বুধবার মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বিএমবিএর নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।
সম্প্রতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। নবনির্বাচিত নেতারা বুধবার সকালে আগারগাঁওয়ের বিএসইসির কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান, কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় বিএসইসির চেয়ারম্যান মার্চেন্ট ব্যাংকগুলোকে শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ নেওয়ার জন্য উৎসাহিত করেন।
শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করে মার্চেন্ট ব্যাংকগুলো। দেশের বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক বিএমবিএর সদস্য হওয়ায় সংস্থাটির নেতাদের প্রতি এই আহ্বান জানানো হয়। সভায় বিএসইসির চেয়ারম্যান উল্লেখ করেন, সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও বিধিমালার সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে। সংশোধনের মাধ্যমে বিধিমালাকে যুগোপযোগী করা হয়েছে, যা শেয়ারবাজারে ভালো কোম্পানি আনার সুযোগ এবং সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি করেছে। বিএসইসি আশা করে, এখন বিএমবিএর সদস্য ও ইস্যু ব্যবস্থাপকরা এই সুযোগ কাজে লাগিয়ে মানসম্মত কোম্পানি বাজারে আনবেন।
চেয়ারম্যান আরও জানান, শেয়ারবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির ক্ষেত্রে বিএসইসি সব রকম সহায়তা করবে এবং মার্চেন্ট ব্যাংকগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সভায় বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ বলেন, প্রতিটি মার্চেন্ট ব্যাংক ও বিএমবিএর তথ্যবহুল ওয়েবসাইট এবং ওয়েবপোর্টাল থাকা জরুরি। সঠিক তথ্যবহুল ওয়েবসাইট বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় বিএসইসির অন্যান্য কমিশনার, নির্বাহী পরিচালকরা এবং বিএমবিএর নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলম, সাধারণ সম্পাদক সুমিত পোদ্দারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সিএ/এসএ


