জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক করা হবে।
বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার যে ঝামেলা রয়েছে, তা এড়াতে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হয়েছে। যারা পেপার রিটার্ন দিয়েছেন, তাদের রিটার্নও অনলাইনে এন্ট্রি করা হবে।
তিনি আরও বলেন, এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ করা হবে। প্রয়োজনে আইনি সংশোধনও আনা হবে যাতে করদাতাদের হয়রানি কমানো যায়। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলের বাস্তবায়নের মাধ্যমে করদাতারা রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় করতে পারবেন। আর এর জন্য ভ্যাট কার্যালয়ে উপস্থিত হওয়ার প্রয়োজন হবে না।
ভবিষ্যতে আয়কর এবং কাস্টমস রিটার্নও সম্পূর্ণ অনলাইনে দাখিল করার পরিকল্পনা রয়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান।
সিএ/এসএ
ছবি: সংগৃহীত


