দেশের নিম্ন আয়ের জনগণের সুবিধায় ফ্যামিলি কার্ডের বাইরে দাঁড়িয়েও স্বল্পমূল্যে টিসিবির পণ্য কেনার সুযোগ মিলছে। শনিবার (১৫ নভেম্বর) থেকে পরবর্তী ১৪ দিন (শুক্রবার বাদে) দেশের বিভিন্ন এলাকায় খোলা ট্রাকে এসব পণ্য সরবরাহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ।
টিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। নির্ধারিত দামে সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মশুর ডাল কেজিপ্রতি ৭০ টাকায় বিক্রি করা হবে। এ উদ্যোগের লক্ষ্য হলো বাজারে নিত্যপণ্যের চাপ কমিয়ে সাধারণ মানুষের সহায়তা করা।
পণ্যের খোলা ট্রাকগুলো চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুরসহ বিভিন্ন জেলায় অবস্থান করবে। প্রতিদিন মোট ৬১টি ট্রাকে পণ্য বিক্রি হবে এবং প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ থাকবে বলে জানিয়েছে টিসিবি।
টিসিবি জানায়, ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত না হলেও যেকোনো সাধারণ মানুষ নির্ধারিত সীমা অনুযায়ী পণ্য ক্রয় করতে পারবেন। এতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্তেরও স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ সৃষ্টি হবে।
সিএ/এমআরএফ


