আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গঠন, বিজয়ী দল এবং প্রধানমন্ত্রী কে হবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকারে তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রিত্ব নিয়েও প্রশ্ন করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) রয়টার্সে প্রকাশিত ওই সাক্ষাৎকারে জানানো হয়, জেন-জিদের দল হিসেবে পরিচিত এনসিপির সঙ্গে জোট গঠনের পর নিজের কার্যালয়ে বসে এই সাক্ষাৎকার দেন জামায়াত আমির। সেখানে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে একটি ঐক্য সরকার গঠনে আগ্রহী জামায়াতে ইসলামী।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে, আমরা একসঙ্গে সরকার চালাব।”
ঐক্য সরকার গঠনের ক্ষেত্রে তিনি স্পষ্ট করে জানান, সেখানে অংশ নেওয়া সব দলের মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতিবিরোধী হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে ঐক্য সরকার গঠিত হলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, “যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামাত সর্বোচ্চ আসনে জয় পায়, তাহলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হবো কি না।”
রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি আরও বিভিন্ন বিষয়ে মতামত দেন। এর মধ্যে রয়েছে আসন্ন জাতীয় নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে চলে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দুর্নীতির বিরুদ্ধে ভবিষ্যৎ অবস্থান।
সিএ/এএ


