চট্টগ্রামে সাম্প্রতিক এক বক্তব্যকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২২ নভেম্বর চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ বক্তব্য দিতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন, “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছে, তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে।” এই মন্তব্যটি পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
দলীয় নোটিশে বলা হয়, শাহজাহান চৌধুরীর এই মন্তব্য প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা ও পেশাদারিত্বকে সরাসরি প্রশ্নবিদ্ধ করেছে। মন্তব্যটি দেশের বিভিন্ন প্রশাসনিক স্তর, কূটনৈতিক মহল এবং দেশ-বিদেশে জামায়াতের জনশক্তির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
নোটিশে আরও বলা হয়, অতীতে শাহজাহান চৌধুরীর কাছ থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য পাওয়া গেছে। একাধিকবার তাঁকে সতর্ক করা হয়েছে এবং আমিরে জামায়াতও সরাসরি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবুও তার আচরণে কোনো পরিবর্তন না আসায় এবার আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো।
নোটিশে উল্লেখ আছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সিএ/এমআরএফ


