জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বলে কিছু থাকবে না এবং যে ঐকমত্য গৃহীত হয়েছে সেটিই জনগণ বাস্তবায়ন করবে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ) এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, “জুলাই সনদে নোট অব ডিসেন্ট হবে না; যা ঐকমত্য হয়েছে জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলোই বাস্তবায়িত হবে।” তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন আয়োজন সম্ভব হবে এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা সামনের দিকে এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, আগামী সংসদ ও সংস্কার পরিষদে তরুণ, শিক্ষক, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী অংশ নেবে—এবং সেখানেই জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়িত হবে। নাহিদ বলেন, জুলাই সনদের অর্ডার প্রণয়ন কাজে ড. মুহাম্মদ ইউনুসকে নির্দেশ দেওয়া উচিত বলে তারা মনে করে।
নাহিদ আরো উল্লেখ করেন, আগামী নির্বাচনে গণঅভ্যুত্থানের অংশীদার যারা, তাদের সবাইকে পার্লামেন্টে দেখতে চান তারা; সেই পার্লামেন্টই এরপর সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধান প্রণয়নের কাজ করবে। তিনি বলেন, “শিক্ষকদের অবশ্যই অংশগ্রহণ প্রয়োজন—জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এটি নিশ্চিত করার চেষ্টা করব।”
বক্তৃতায় নাহিদ শিক্ষা ক্ষেত্রের সংস্কারের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, বেকারত্ব দূর করতে হলে প্রথমে শিক্ষাব্যবস্থার গঠন পরিবর্তন করতে হবে। বিগত ১৬ বছরে শিক্ষাব্যবস্থায় পদোন্নতি দলীয় পরিচয়ের ভিত্তিতে হওয়ায় ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে—এটি পরিবর্তন ছাড়া সামাজিক ও রাজনৈতিক মুক্তি সম্ভব নয়। তাই শিক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার ছাড়া রাষ্ট্রীয় পুনর্গঠন সম্ভব হবে না এবং এ লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
সিএ/এমআরএফ


