আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপি এবার ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এসব আসনের মধ্যে নেত্রকোনা-৪ থেকে লুৎফুজ্জামান বাবরকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের বৈঠক শেষে এই তালিকা প্রকাশ করা হয়।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে। বিএনপি প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে এবং অন্যান্য দল বা জোটের সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করবে। তিনি আরও জানান, প্রার্থিতা তালিকা এখনো পরিবর্তনযোগ্য এবং মাঠ পর্যায়ের অবস্থান অনুযায়ী তা পর্যালোচনা করা হবে।
এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।
সিএ/এমআরএফ


