রাজনৈতিক সংলাপের ধারাবাহিকতার অংশ হিসেবে আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে এই বৈঠককে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেল সোয়া ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। তিনি জানান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নীতিনির্ধারকও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন সরকারের কাঠামো, প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে। এনসিপি আশা করছে, এই সংলাপের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা দূর করার একটি বাস্তবসম্মত রূপরেখা তৈরি করা সম্ভব হবে।
এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেন। উদ্দেশ্য ছিল, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা। ইতোমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তিনি মতবিনিময় করেছেন।
সিএ/এমআর