অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে আলোচনা করেছেন। আলাপে দুই পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপের সময় দুই নেতা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার লক্ষ্যে আলোচনা চালানোর প্রতিশ্রুতি দেন।
তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেন এবং এই গতিশীল পরিস্থিতিতে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়েও সম্মত হয়েছেন।
সিএ/এএ


