সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম লক্ষ্য করা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কোনো গাড়ি যেন মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না আসে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার সড়কগুলো উন্মুক্ত রাখা হয়েছে, যেসব পথ ব্যবহার করে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।
সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে আসছেন। অনেকের হাতে দেশের জাতীয় পতাকা ও দলের পতাকা দেখা গেছে, আবার কারও হাতে রয়েছে কালো পতাকা।
সিএ/এএ


