জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনের গণভোট একসঙ্গে আয়োজনের ফলে খরচ বৃদ্ধি পাবে, তবে বাজেট নিয়ে কোনো উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, খরচ বাড়ার সম্ভাবনা থাকলেও সরকারের নির্বাচনী বাজেট যথেষ্ট এবং তা বাজেট নিয়ন্ত্রণে কোনো সমস্যা সৃষ্টি করবে না।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। নির্বাচনের জন্য ইতিমধ্যেই যে বাজেট ধরা হয়েছে, গণভোটের কারণে এবং প্রবাসীদের ভোটের ব্যবস্থা করায় সেই বাজেট যথেষ্ট।’
তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন করা দুটি গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য প্রশাসনিক ও ব্যবস্থাপনার দিক থেকে অনেক চ্যালেঞ্জ তৈরি করে। এজন্য দুইটি অনুষ্ঠান একসাথে করা কিছুটা কঠিন হলেও, অনেক দেশেই একদিনে এই ধরনের কার্যক্রম সফলভাবে পরিচালনা করা হয়। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে এই ধরনের ব্যবস্থা কার্যকর এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করার জন্য এটি একটি গ্রহণযোগ্য পদ্ধতি।
অর্থ উপদেষ্টা জানান, প্রবাসী ভোটের বিষয়টি ইতিমধ্যেই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যথাযথ পরিকল্পনা ও সংস্থান থাকার কারণে বাজেট সংক্রান্ত কোনো জটিলতা দেখা দেবে না।
সিএ/এমআরএফ


