Sunday, November 23, 2025
27 C
Dhaka

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের অবনতি হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ‘আজকে দেখেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসবে, সেই সময়ে বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিলের সংখ্যা বেড়ে যাবে। সভা-সমিতির সংখ্যাও বেড়ে যাবে।’

রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে এমন কোনো শঙ্কা নেই। তার ভাষায়, দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি ভালো ছিল না, তবে গত দেড় বছরের চেষ্টায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। আগামী দিনেও নিরাপত্তা বাহিনী পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।

রাজনৈতিক দলগুলোর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সময় যতই ঘনিয়ে আসবে, ততই বিক্ষোভ-মিছিল, সভা-সমিতির সংখ্যা বাড়বে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও এসব কর্মসূচিকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজরদারি থাকবে বলে উপদেষ্টা উল্লেখ করেন।

দেশে অপরাধের মাত্রা এখনো উদ্বেগজনক কি না—এমন প্রশ্নে একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, দেশে এখন বিভিন্ন বিষয়ে অনেকেই বিশ্লেষক হিসেবে নিজেদের পরিচয় দেন। কিন্তু তাদের যোগ্যতা বা ভিত্তি সম্পর্কে তিনি মন্তব্য করতে চান না। তার মতে, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কাজ বাস্তবতার ভিত্তিতেই মূল্যায়ন করা উচিত।

বর্তমান ভূমিকম্প পরিস্থিতি ও সতর্কতা ব্যবস্থা নিয়ে তিনি জানান, বাংলাদেশে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আগাম সতর্কতা ব্যবস্থা নেই। তবে অন্যান্য দেশে ব্যবহৃত প্রযুক্তি, যেমন কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা দেওয়া যায়—এমন অ্যাপ নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। একই সঙ্গে তিনি বিল্ডিং কোড মেনে চলা এবং জলাশয় ভরাট করে অবকাঠামো নির্মাণ বন্ধে সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা বজায় রাখার আহ্বান জানান। তার মতে, বড় ধরনের ভূমিকম্প হলে নিরাপদ আশ্রয়ের জায়গা না থাকার ঝুঁকি থাকতে পারে, যা ভবিষ্যতে সমাধানে বিশেষ উদ্যোগ প্রয়োজন।

সম্প্রতি মধ্যরাতে এক সাংবাদিককে ডিবি কর্তৃক তুলে নেওয়ার অভিযোগ নিয়ে তিনি বলেন, এ বিষয়ে সাংবাদিকদের মধ্যেই আলোচনা চলছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তি সাংবাদিকতার দায়িত্ব পালনের বাইরে গিয়ে অন্যকিছু করছিলেন বলে জানা গেছে। তবে বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যে জেলাগুলো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুদিন ভূমিকম্পে কেঁপে...

মুস্তাফিজকে ফের দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টি নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছিল...

৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ

যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির...

ফিফার নতুন আন্তর্জাতিক টুর্নামেন্ট ‘ফিফা সিরিজ ২০২৬’

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর...

শীতকালে পানি পান: কতটুকু প্রয়োজন এবং কেন?

শীতকালে অনেকেই পানির খাওয়ার পরিমাণ কমিয়ে দেন। অনেকে মনে...

বিয়েতে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামে বিয়েতে দাওয়াত না দেওয়াকে...

ফ্যাসিবাদ অতিক্রম করে শিক্ষার্থীরা ইতিহাস গড়েছে: শিক্ষা উপদেষ্টা

দীর্ঘ দেড় দশকের দমন–পীড়নের অবসান ঘটিয়ে দেশ নতুন সূচনার...

৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্পের শঙ্কা

নরসিংদীর মাধবদীতে শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে, তা মুহূর্তেই...

শততম টেস্টে মুশফিকের একাধিক রেকর্ড

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার...

তেজস বিধ্বস্তের পর পাকিস্তানি জেএফ-১৭ যুদ্ধবিমানের চাহিদা বৃদ্ধি

দুবাই এয়ার শো-২০২৫ এ শুক্রবার (২১ নভেম্বর) ভারতীয় তেজস...

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো গ্রেপ্তার

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে দেশটির পুলিশ গ্রেপ্তার করেছে।...

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘গ্রুপ অব ডেথ’-এ বাংলাদেশ

আগামী বছর ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে...

আমাকে ৩টি মৃত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনটি মৃত্যুদণ্ড ও...
spot_img

আরও পড়ুন

মানুষ পুলিশের ক্ষমতা নয়, দায়িত্ব পালন দেখতে চায় : ঢাকা মহানগর দায়রা জজ

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বলেছেন, মানুষ পুলিশের ক্ষমতা দেখতে চায় না, তারা শুধু দায়িত্ব পালন করতে চায়। মানুষের প্রত্যাশা হলো আন্তরিক...

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যে জেলাগুলো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুদিন ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার...

মুস্তাফিজকে ফের দলে ভেড়ালো দুবাই ক্যাপিটালস

আইএল টি-টোয়েন্টি নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। লুক উডের বদলি হিসেবে বাঁহাতি এই পেসারকে প্রথমে দলে ভেড়িয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে...

৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ

যুক্তরাজ্যের প্রভাবশালী ডানপন্থী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে কিনে নিচ্ছে দেশটির আরেক প্রভাবশালী দৈনিক ডেইলি মেইলের মালিক প্রতিষ্ঠান জেনারেল ট্রাস্ট পিএলসি (ডিজিএমটি)। ব্রিটেনে ডেইলি মেইলের প্রতিদ্বন্দ্বী...
spot_img