বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে সাড়ে সাত কিলোমিটার দৈর্ঘ্যের একটি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ দৌড়ে অংশ নেন দেশের প্রথিতযশা এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ, চিকিৎসা শিক্ষার্থী এবং সাধারণ মানুষসহ প্রায় এক হাজার দৌড়বিদ। অংশগ্রহণকারীরা পুরো হাতিরঝিল এলাকা ঘুরে ম্যারাথন সম্পন্ন করেন।
বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি চিকিৎসক ফারিয়া আফসানা বলেন, শরীরচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। তিনি জানান, প্রতি বছর ডায়াবেটিস দিবস উপলক্ষে এমন উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ নিয়মিত হাঁটা ও ব্যায়ামে আরও আগ্রহী হয়।
সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ফারুক পাঠান বলেন, ডায়াবেটিস রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি প্রতিদিন হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ প্রতিরোধে সকলকে শারীরিক পরিশ্রমে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।
ম্যারাথন শেষে চিকিৎসক এবং সাধারণ অংশগ্রহণকারীদের মধ্যে চ্যাম্পিয়ন, প্রথম রানারআপ ও দ্বিতীয় রানারআপ বাছাই করে পুরস্কৃত করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এ আয়োজনে সহযোগিতা করে অপসোনিন ফার্মা এবং ইভেন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল আলট্রা ক্যাম্প রানার্স।
সিএ/এমআরএফ


