নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘শাপলা’ ও ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে এবং কারও চাপে ‘শাপলা কলি’ প্রতীক বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়নি। নানা সমালোচনার পর প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতে পুনরায় সংশোধনের সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। শাপলা বিধিমালায় না থাকায় কোনো দলকে এই প্রতীক দেওয়া সম্ভব নয়। তবে শাপলা কলি প্রতীক বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রতীকের তালিকা পুনর্বিন্যাসের অংশ হিসেবে।
সচিব বলেন, “আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে। শাপলা কলি রাখা সম্ভব, কিন্তু এটা কোনো দলের দাবির প্রেক্ষিতে করা হয়নি। শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে। কমিশন মনে করেছে এটি করা যেতে পারে, তাই করা হয়েছে।”
তিনি আরও বলেন, “কারও চাপে প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে এই তালিকায় পরিবর্তন আনা যেতে পারে।”
সিএ/এমআর


 
                                    
