সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় হোটেল ওশান প্যারাডাইজে অবস্থানকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রাত সাড়ে ১০টার পর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। জানা গেছে, ফারুকী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।
এ ঘটনায় রোববার নির্ধারিত ‘কক্সবাজারকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তোলা’ শীর্ষক কর্মশালা স্থগিত করা হয়েছে।