Sunday, August 17, 2025
27.4 C
Dhaka

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে ছাত্র-জনতার যাতায়াতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া করলো সরকার

আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠেয় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ উপলক্ষে সারাদেশ থেকে ছাত্র-জনতার যাতায়াত নিশ্চিত করতে আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরের মধ্যে এসব ট্রেনে বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারীরা ঢাকায় পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে ট্রেনেই গন্তব্যে ফিরে যাবেন। রেলপথ মন্ত্রণালয়ের বরাতে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পরিশোধ করবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে রেল আয় বাড়াতে চায় এবং অতীতে রাজনৈতিক দলসমূহের আবেদনে রেল এই পদ্ধতিতে আয় করেছে। এবারও একই নিয়মে একটি মন্ত্রণালয়ের আবেদনে ৮ জোড়া ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল হোসেন জানান, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের আবেদনের প্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয়কে চিঠি দেয়। সেই অনুযায়ী দিনে দিনেই আট জোড়া ট্রেনের সূচি চূড়ান্ত করা হয়। এই ট্রেনগুলো ৪ আগস্ট মধ্যরাত থেকে বিভিন্ন জেলা থেকে যাত্রা করে ৫ আগস্ট দুপুর ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাবে এবং কর্মসূচি শেষে রাত ৮টা থেকে ৯টার মধ্যে গন্তব্যে ফিরতি যাত্রা শুরু করবে।

বিশেষ ট্রেন ও ভাড়ার বিবরণ:

  • চট্টগ্রাম-ঢাকা: ১৬ কোচ, ৮৯২ আসন, ভাড়া ৭ লাখ+

  • জয়দেবপুর-ঢাকা: ৮ কোচ, ৭৩৬ আসন, ভাড়া ৭২,৫০০ টাকা

  • নারায়ণগঞ্জ-ঢাকা: ১০ কোচ, ৫১০ আসন, ভাড়া ৫৬,৫০০ টাকা

  • নরসিংদী-ঢাকা: ১২ কোচ, ৬৫২ আসন, ভাড়া ৯৫,০০০ টাকা

  • সিলেট-ঢাকা: ১১ কোচ, ৫৪৮ আসন, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা

  • রাজশাহী-ঢাকা: ৭ কোচ, ৫৪৮ আসন, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা

  • রংপুর-ঢাকা: ১৪ কোচ, ৬৩৮ আসন, ভাড়া ১০ লাখ ৫০ হাজার টাকা

  • ভাঙা-ঢাকা: ৭ কোচ, ৬৭৬ আসন, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা

সব মিলিয়ে মোট আয় হবে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা।

এছাড়া জানা গেছে, ছাত্রদল ইতোমধ্যে ১,১২৬ আসনের একটি ২০ বগির বিশেষ ট্রেন ভাড়া করেছে শাহবাগে ছাত্র সমাবেশে অংশগ্রহণের জন্য। জামায়াতে ইসলামীও গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে অংশ নিতে চার জোড়া ট্রেন ভাড়া করেছিল, যার ভাড়া ছিল প্রায় ৩২ লাখ টাকা।

রেলওয়ে সূত্র জানিয়েছে, প্রত্যেকটি বিশেষ ট্রেনে গন্তব্য অনুযায়ী আসন সংখ্যা এবং সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রংপুর থেকে আগত ট্রেন যাত্রা শুরু করবে ৪ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী থেকে ট্রেনগুলো ছাড়বে ৫ আগস্ট ভোরে। ঢাকার আশপাশের জেলা থেকে ট্রেনগুলো দুপুরের আগে ঢাকায় পৌঁছাবে। কর্মসূচি শেষে দূরের জেলার ট্রেনগুলো আগে ছেড়ে যাবে এবং পরবর্তীতে কাছাকাছি এলাকার ট্রেনগুলো।

এদিকে, ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানটি বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থেকে ঘোষণাপত্র পাঠ করবেন। আয়োজকরা জানিয়েছে, দিনভর মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। বিকালে লাখো কণ্ঠে গাওয়া হবে “জুলাইয়ের গান”, থাকবে কনসার্ট, ড্রোন শো এবং দেশের বিভিন্ন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনা।

দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে ইতোমধ্যে ৬৪ জেলার শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো, মোনাজাত, প্রার্থনা, বিজয় মিছিলসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী সরকারি সফরে...

পাকিস্তানে ভয়াবহ বন্যা-ভূমিধস: ৩৪৪ জনের মৃত্যু

পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে গত...

জন্মাষ্টমীর উৎসবে সেনাপ্রধান: নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন সবাই

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, “এই দেশ সবার।...

ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি বিলম্বিত করতে পারবে না: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ফেব্রুয়ারিতেই জাতীয়...

মোগল সম্রাট হুমায়ুনের সমাধি কমপ্লেক্স ধসে নিহত ৫

ভারতের দিল্লির পূর্ব নিজামুদ্দিন এলাকায় অবস্থিত ঐতিহাসিক হুমায়ুনের সমাধিক্ষেত্রের...

অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান...

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ থেকে ১০টি জেলা এবং...

আমরা জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৬...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img