দুর্নীতির মামলায় আদালতে হাজিরা শেষে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে নেওয়ার সময় প্রিজনভ্যানে এক পুলিশ সদস্যের সঙ্গে তর্কে জড়ান তিনি। প্রিজনভ্যানের ভেতর দাঁড়িয়ে থাকার বিষয়টি নিয়ে পুলিশ আপত্তি জানালে ইনু আদেশ দেখতে চান এবং বলেন, “আমি দাঁড়িয়ে থাকব কি করবেন আপনি? কোন আইনে আমি দাঁড়িয়ে থাকতে পারব না?”
সোমবার (২৭ অক্টোবর) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ইনুকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওইদিন তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত পরবর্তী শুনানির দিন ২ ফেব্রুয়ারি নির্ধারণ করে।
শুনানি শেষে দুপুরে ইনুকে প্রিজনভ্যানে তোলা হলে তিনি দাঁড়িয়ে থাকেন। এ নিয়ে এক পুলিশ সদস্য তাকে বসতে বললে শুরু হয় বাকবিতণ্ডা। ইনু উত্তেজিতভাবে বলেন, “অর্ডার দেখান, আমি দাঁড়াতে পারব না কেন?” পরে ওই পুলিশ সদস্য সরে যান এবং ইনুকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট উত্তরা থেকে গ্রেপ্তারের পর ইনুকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। দুদক গত ১৬ মার্চ তার বিরুদ্ধে মামলা করে। অভিযোগে বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহারে ৪ কোটি ৮৪ লাখ টাকার বেশি আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার চারটি ব্যাংক হিসাবে ১১ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও ১ কোটি ৪৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সিএ/এমআর


