রাজধানীর আদাবর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার অন্যতম আসামি ও সন্ত্রাসী মো. রুবেল ওরফে কুমির রুবেলকে (২৮) মাদারীপুর জেলার ডাসার থানার একটি এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ ও র্যাব-৮।
শনিবার (১৮ অক্টোবর) রাতে র্যাবের দুটি ব্যাটালিয়নের যৌথ দল এই অভিযান পরিচালনা করে বলে র্যাব-২ জানিয়েছে।
গত ১০ সেপ্টেম্বর আদাবর ১০ নম্বর এলাকার বালুর মাঠের একটি বাসায় সন্ত্রাসীরা রিপন নামে এক চা দোকানী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা রিপনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে র্যাব যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করে।
স্থানীয় ও মামলার এজহার সূত্রে জানা যায়, নিহত রিপনের চায়ের দোকান বস্তির পাশে ছিল। তিনি সেই বস্তিতে ম্যানেজারের দায়িত্বও পালন করতেন। কুমির রুবেলসহ তার কিশোর গ্যাং বাহিনীর সদস্যরা দোকানে বাকি খেতো এবং বস্তি ও আশপাশে মাদক বিক্রি করতো। রিপন তাদের মাদক বিক্রি করতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে ১৬ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪ টায় তারা তার বাসায় প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র দিয়ে রিপন ও তার পরিবারের ওপর হামলা চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আশেপাশের লোকজন রিপন ও তার পরিবারকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।
র্যাব-২ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, রুবেলকে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অন্যান্য আসামিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সিএ/এমআর