শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারী ও তাঁর ১০ মাসের শিশুকন্যা নিহত হয়েছেন। মির্জাপুর উপজেলার গোড়াই উড়ালসড়কের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফেনী জেলার বাসিন্দা জিসান কবিরের স্ত্রী সাদিয়া কবির এবং তাঁদের ১০ মাসের মেয়ে তাজরিয়া কবির। পরিবারটি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে। জানা গেছে, সাদিয়া কবির তাঁর শিশুকন্যাকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলের একটি বিয়েবাড়িতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে প্রাইভেট কারযোগে ঢাকায় ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন তাঁরা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া পাঁচটার দিকে গোড়াই শিল্পাঞ্চল সংলগ্ন গোড়াই উড়ালসড়কের পূর্ব পাশের মহাসড়কে চলন্ত অবস্থায় তাঁদের প্রাইভেট কারের পেছনে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। ধাক্কায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই সাদিয়া কবির ও তাঁর শিশুকন্যার মৃত্যু হয়। প্রাইভেট কারের চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। আহত চালকের অবস্থা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে। মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়। নিহত মা ও শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। মা ও শিশুর লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সিএ/এএ


